দিনাজপুর সদর উপজেলায় এলজিইডি’র আওতায় ব্যাপক উন্নয়নমুলক কর্মকান্ড বাস্তবায়ন
https://www.obolokon24.com/2017/06/dinajpur.html
মোঃ আব্দুস সাত্তার, দিনাজপুর প্রতিনিধি ॥
দিনাজপুর সদর উপজেলা এলাকায় এলজিইডি’র আওতায় ব্যাপক উন্নয়নমুলক বিভিন্ন প্রকল্পের কাজ বাস্তবায়নের লক্ষে এগিয়ে চলেছে। সংশ্লিষ্ট সূত্রে জানাযায়, দিনাজপুর সদর উপজেলা এলাকায় ২০১৪-১৫-১৬-১৭ অর্থবছরে প্রায় ১২৫ কিঃমিঃ সড়ক রক্ষনাবেক্ষন প্রকল্পের মেরামত কাজ সম্পন্ন করা হয়েছে। ২০১৫-১৬-১৭ অর্থবছরে আইডিপিসহ অন্যান্য প্রকল্পের আওতায় ৮০ কিঃ মিঃ নতুন সড়ক নির্মান কাজ চলমান । সদর উপজেলার রানীগঞ্জ, খোসালপুর ও খানপুরে হাট উন্নয়নের জন্য হাটসেট নির্মান করা হয়েছে। সদর উপজেলায় ৪তলা বিশিষ্ট নতুন কমপ্লেক্স ভবন নির্মান কাজ সম্পন্ন হয়েছে। উপজেলার নতুন সীমানা প্রাচীরসহ প্রধান ফটকের নির্মান কাজ চলমান রয়েছে। অ-স্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাদের জন্য বিনামূল্যে উপজেলার ১০টি ইউনিয়নে ১০টি বীর নিবাস নির্মান করে হস্তান্তর করা হয়েছে। উপজেলা এলাকায় ৩ টি নতুন প্রাথমিক বিদ্যালয় নির্মান কাজ শেষ হয়েছে। এছাড়াও এলজিইডির প্রায় ১৫ কিঃমিঃ সড়কের দু’ধারে ফলজ,বনজ ঔষধি বৃক্ষ রোপন করা হয়েছে। এ বিষয়ে সদর উপজেলা প্রকৌশলী মুহ. ফারুক হাসান আমাদের প্রতিনিধিকে বলেন প্রধানমন্ত্রীর ২০২১ ভিশন বাস্তবায়নের লক্ষে হুইপ ইকবালুর রহিম এমপি’র ঐকান্তিক প্রচেষ্টায় এই উন্নয়নমূলক প্রকল্পের কাজ চলমান রয়েছে। আগামী নির্বাচনের পূবেই সকল কাচা র্দুগম সড়ক পাকা করার বিষয়ে তিনি অঙ্গীকারবদ্ধ। উপজেলা প্রকৌশলী আরো বলেন দিনাজপুর সদর উপজেলার ১০টি ইউনিয়নে একাধিক কাচা রাস্তা রয়েছে। এসকল রাস্তা অতিদ্রুত অগ্রাধিকার ভিত্তিতে পাকা করে জনসাধারনের দুর্ভোগ থেকে রক্ষা করতে এলজিইডি কাজ করছে। এছাড়া কৃষি উৎপাদন বৃদ্ধিতে দেশের দীর্ঘতম রাবার ড্যাম নির্মিত করার মাধ্যমে সেচ সম্প্রসারনে অগ্রনী ভুমিকা পালন করছে।