ভাস্কর্যটি অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপন
https://www.obolokon24.com/2017/05/themis.html
ডেস্কঃ
সুপ্রিম কোর্টের মূল ফটক থেকে সরিয়ে নেয়া গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য অ্যানেক্স ভবনের সামনে পুনঃস্থাপন করা হয়েছে। ভাস্কর্যটির স্থপতি মৃনাল হক শনিবার রাতে গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।তিনি জানান, রাত ১২টার দিকে এটি কংক্রিটের ভিত্তির ওপর বসানো সম্পন্ন হয়। ঘটনাস্থলে উপস্থিত থেকে তিনি ভাস্কর্যটি পুনঃস্থাপনের কাজ তদারকি করেন বলে জানান।
এর আগে বৃহস্পতিবার দিবাগত রাতে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণ থেকে গ্রিক দেবী থেমিসের ভাস্কর্য অপসারণ করা হয়। প্রতিবাদে শুক্রবার বাম ছাত্র সংগঠনসহ কয়েকটি সংগঠন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে হাইকোর্ট মাজারের সামনে অবস্থান নেয়।
একই দিন কয়েকটি ইসলামী দলও সরকারকে ধন্যবাদ জানিয়ে বায়তুল মোকাররম থেকে মিছিল বের করে।