ঠাকুরগাঁও সদর ট্রাফিক আইল্যান্ড
https://www.obolokon24.com/2017/05/thakurgaon_80.html
আব্দুল আউয়াল, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁও শহরে কলেজ পাড়া তিন রাস্তার মোড়ে কাঁচা মালের আড়তের পূর্ব দিকে অবস্থিত ট্রাফিক আইল্যান্ড এর স্থবনটি কে বা কাহারা একটু একটু করে ভেঙ্গে ফেলেছে। নিচের অবকাঠামো গায়েব হয়ে গেছে অনেক আগেই। পিলারও ক্ষত বিক্ষত। ওপরের সেট ভেঙ্গে উল্টে ঝুলে আছে অনেক দিন থেকেই। এখন কার উপর পরে ঠিক নাই। কিন্তু এটি দেখার, সরানোর বা সংস্কারের উদ্ধ্যোগ নেই। শহরের প্রানকেন্দ্র চৌরাস্তার ট্রাফিক আইল্যান্ড। এখানে চলছে আইল্যান্ড ভাঙ্গা গড়ার খেলা। প্রথমে ছিল এজাব গ্রুপের হিমাদ্রি হিমাগারের প্রচারণামূলক একটি স্থাপনা। রাস্তা প্রশস্ত না হওয়ায় যানবাহনের ধাক্কায় আশংখা বারবার সেটি ভেঙ্গেছে, আবার নতুন করে তৈরি করা হয়েছে।
পরে হঠাৎ তৈরি হল বিশাল আকারের বিলবোর্ড। এটি এখন ভেঙ্গে পড়ে বড় দুর্ঘটনা ঘটায় সেই আশংখার কথা বলে পত্রিকায় একাধিক খবর বের হয়। পরে সড়ক ও জনপড় বিভাগে এক রাতে সেটি অপরারণ করে। এবার পৌরসভার প্রচার নিয়ে তৈরি হয়েছে নতুন একটি স্থাপনা। এবার অতিরিক্ত মাল বোঝায় একটি ট্রাকের ধাক্কায় সেটি একদিকে হেলে পড়েছে। মাস কা মাস পার হয়েছে এটিকে সোজা করার কেউ নেই।