রাণীশংকৈলে খাদ্য গুদামে সরকারি ভাবে গম ক্রয় শুরু
https://www.obolokon24.com/2017/05/thakurgaon_64.html
সফিকুল ইসলাম শিল্পী,ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে খাদ্যগুদামে সরকারি ভাবে গম ক্রয় শুরু হয়েছে। ১৫ মে সমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ নাহিদ হাসানের সভাপতিত্বে গম ক্রয়ের উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান আইনুল হক, ভাইসচেয়ারম্যান মিজানুর ,রহমান ও মাহফুজা বেগম পুতুল, উপজেলা খাদ্যকর্মকর্তা নিখিল চন্দ্র বর্ম্মন,ওসি এলএসডি সাবেক চেয়ারম্যান আজিজুল ইসলাম ,আ’লীগ নেতা লুতফুল করিম,আনিসুর রহমান বাকী,পূনঃ নির্বাচিত রানীশংকৈল প্রেসক্লাব (পুরাতন) এর সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম শিল্পী ,কৃষক ও সাংবাদিকবৃন্দ। চলতি বছরে উপজেলার কৃষকদের নিকট ৩ হাজার ৪৭ টণ গম মেঃটন গম ক্রয় করা হবে। প্রতি কেজি গমের মূল্য নির্ধারণ করা হয়েছে ২৮ টাকা।