ঠাকুরগাঁওয়ে বিপুল পরিমান ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ

আব্দুল আওয়াল,ঠাকুরগাঁও ঃ
ঠাকুরগাঁও সদর উপজেলা শিবগঞ্জ এলাকা থেকে বিপুল পরিমান ইয়াবাসহ দুইজনকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার রাত ৯টায় গোপন সংবাদের ভিত্তিতে শিবগঞ্জ জামালপুর ইউনিয়ন পরিষদ এলাকা থেকে ইয়াবা ব্যবসায়ি খান ও সহযোগি আমিরুল ইসলামকে আটক করে ইয়াবাসহ। আটককৃত মাদক ব্যবসায়ী খান(৪০) জামালপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মৃত সফিজ উদ্দিনের ছেলে। আটকের পর পুলিশ  ডিবি অফিসে ইয়াবা ব্যবসায়িদের নিয়ে আসে। এর পর থেকে আটক ইয়াবা ব্যবসায়িদের ছাড়াতে শিবগঞ্জ এলাকার কিছু প্রভাবশালী আওয়ামী লীগ নেতা ও ডিবি পুলিশের মধ্য আসামী ছাড়া নিয়ে রাত ১টা পর্যন্ত পুলিশ সুপার কার্যালয়ের সামনে রফা দফা চলে। ডিবি পুলিশের উপ-পরিদর্শক বাশারের কাছে কত পিচ ইয়াবা ট্যাবলেট পাওয়া গেছে জানতে চাইলে, তিনি টালবাহানা শুরু করেন। মাদক মামলা দায়েরের পর ইয়াবা উদ্ধারের সংখ্যা জানানো হবে তিনি জানান। অপর আসামীদের পক্ষে এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতা নাম প্রকাশে অনিচ্ছুক জানান, আমিরুল নামে যে ব্যক্তি ধরে নেওয়া হয়েছে সে মাদক ব্যবসায় সাথে জড়িত নয়। তাই আমরা ডিবি অফিসে এসেছি। যারা জড়িত তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করুক। মাদক দ্রব্য অভিযানে অংশগ্রহন কারী উপ-পরিদর্শক মোয়াজ্জেম জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে আসামী ইয়াবাসহ হাতে নাতে আটক করেছি। মাদক ব্যবসায়ি খানের বিরুদ্ধে এর আগের মামলা রয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা দায়ের করা হবে। ঠাকুরগাঁও ডিবি পুলিশের ওসি রফিকুল ইসলাম জানান, ইয়াবাসহ আসামী আটক করা হয়েছে। মামলার প্রস্তুতি চলছে বলে জানান।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 2436305688979954022

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item