৩৫ পিচ ফেন্সিডাল সহ ঠাকুরগাঁওয়ে এক সাজা প্রাপ্ত আসামী আটক।
https://www.obolokon24.com/2017/05/thakurgaon_44.html
আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধি :
ঠাকুরগাঁও থানার পুলিশ
কর্তৃক পয়ত্রিস পিচ ভারতিয় ফেন্সিডাল সহ এক জনকে আটক হবার খবর পাওয়া
গেছেlমঙ্গলবার সন্ধ্যা একটা পয়ত্রিস মিনিটে দিকে,থানার পুলিশের স্পেশাল ফোর্স লক্ষিপুর গোয়াল পাড়া থেকে আটক করতে সমর্থ হয়l
পুলিশ সূত্রে জানা যায়, তারা দীর্ঘ দিন যাবৎ ফেন্সিডাল ব্যাবসার সাথে জড়িত । আটককৃত হলেন মোঃআবুল কালাম আজাদ(৩৭) ঠাকুরগাঁও সদর উপজেলার ইউনিয়নের লক্ষিপুর (গোয়াল পাড়া)গ্রামের মৃত ইউছুপ আলীর ছেলেl তার নামে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে ।