ঠাকুরগাঁওয়ে বলাৎকারের শিকার ৩য় শ্রেনীর স্কুলছাত্র হাসপাতালে চিকিৎসাধীন

আব্দুল আউয়াল ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকুরগাঁওয়ে ৩য় শ্রেনীর এক স্কুল ছাত্র বলাৎকারের শিকার হয়েছে।মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।অতিরিক্ত রক্ত ক্ষরণের কারণে ভুক্তভোগী ওই ছাত্রকে ঠাকুরগাঁও ্আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা যায়,ঠাকুরগাঁও সদর উপজেলার বান্দিগড় বানিয়াপাড়া গ্রামের বাবুল হোসেনের ছেলে পারভেজ (১১) বালুয়াডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেনীতে পড়াশোনা করে।প্রতিদিনের ন্যায় গত মঙ্গলবার সকালে সে স্কুলে যায় এবং বেলা ১ টার দিকে স্কুল থেকে বাড়ি ফেরার পথে বলাৎকারের শিকার হয়।একই গ্রামের রাজা(৪৫) নামে এক ব্যক্তি টাকার লোভ দেখিয়ে শিশুটিকে মাথা মালিস করতে দেয়।মাথা মালিস শেষে লম্পট রাজা তাকে পার্শবর্তী ভুট্রা ক্ষেতে নিয়ে যায় এবং জোরপূর্বক বলাৎকার করে।্এতে শিশুটির পায়ুপথ ফেঁটে গিয়ে রক্তপাত হয়। শিশুটি কোনমতে বাড়ি ফিরে তার নানীকে ঘটনার কথা জানালে তাকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালের চিকিৎসক ডা. মেহেদী হাসান শিশুটির শারীরিক অসুবিধার কথা স্বীকার করে বলেন বলাৎকারের শিকার হয়ে তার পায়ুপথ ফেঁটে গিয়ে রক্তপাতের ঘটনা ঘটেছে।তাকে চিকিৎসা দেওয়া হয়েছে। বেগুনবাড়ি ইউপি চেয়ারম্যান বনি আমিন ঘটনার সত্যতা স্বীকার করে বলেছেন,অপরাধী যেই হোক তাকে রক্ষার সুযোগ নেই।যে ব্যক্তি একটি শিশুর সঙ্গে জঘন্য এ কাজ করতে পারে তার উপযুক্ত শাস্তি হওয়া উচিত। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় মামলা হয়নি।তবে ঠাকুরগাঁও থানার ওসি মশিউর রহমান জানান ,খবরটি শুনে তিনি হাসপাতালে লোক পাঠিয়েছেন।অভিযোগ পেলে দায়ী ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

পুরোনো সংবাদ

নির্বাচিত 5440844473884972716

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item