ঠাকুরগাঁওয়ে অসামাজিক কার্যকলাপের বিচারের দাবিতে মানববন্ধন

আব্দুল আওয়াল, ঠাকুরগাঁও ঃ
ঠাকুরগাঁও সদর উপজেলা বালিয়া ইউনিয়ন সিংগিয়া গ্রামের হাজী এমারেতুল্লাহ জামে মসজিদের ভেতরে ইমাম সাদ্দাম হোসেনের বিরুদ্ধে অসামাজিক কার্যকলাপের বিচারের দাবিতে মানববন্ধ করেছে এলাকাবাসী।
শনিবার বেলা ১২টায় সদর উপজেলা ভূল্লী বাজারে সিংগিয়া গ্রামের সাধারণ মানুষ এই মানবন্ধন কর্মসূচি পালন করেন।
এ সময় বক্তব্য রাখেন, বালিয়া ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম সিদ্দিকী মুক্তি, সমাজসেবক নুরুল হক সরকার, নাজিম উদ্দিন, জাহেরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, ইমামের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে এলাকার কিছু প্রভাবশালী বিষয়টি অন্যদিকে প্রভাহিত করছে। তাই অবিলম্বে এই জঘন্য অপরাধের জন্য ইমাম সাদ্দাম হোসেনর বিচার দাবি করছি।
উল্লেখ্য, গত ১০ এপ্রিল বালিয়া ইউনিয়নের সিংগিয়া গ্রামের হাজী এমারেতুল্লাহ জামে মসজিদের ইমাম সাদ্দাম ইসলাম মসজিদ ভিত্তিক গণশিক্ষা কার্যক্রম পরিচালনা করেন। সকালে ওই এলাকার বেশ কিছু কিশোর-কিশোরী কুরআন পড়তে আসে। ঘন্টা খানেক পড়ে আবার সবাই চলে যায়। সম্প্রতি প্রতিদিনের ন্যায় কিশোর-কিশোরীরা সবাই মসজিদে পড়তে আসলে কিছুক্ষন পড় ছুটি দেয় ইমাম সাদ্দাম হোসেন। এ সময় সাদ্দাম এক কিশোরীকে মসজিদের ভেতরে আসতে বলেন। ওই কিশোরী মসজিদের ভেতরে গেলে ইমাম সাদ্দাম দরজা বন্ধ করে দেয়। পরে ইমাম অসামাজিক কাজে লিপ্ত হয়। কতিপয় যুবক বিষয়টি টের পেলে মসজিদের জানালার ফাকা দিয়ে অসামাজিক কার্যকলাপের ভিডিও ধারণ করে। সেই ভিডিও পরে এলাকার সাধারণ মানুষের কাছে ভাইরাল হয়ে পড়ে।
শনিবার ভোর রাতে এলাকায় মানববন্ধনের খবর শুনে ইমাম সাদ্দাম হোসেনকে গ্রেফতার করে থানায় আসে। সকালে মানববন্ধনে পুলিশ বাধা প্রদান করলে সাধারণ মানুষের তোপের মুখে পড়ে সরে দাড়ায়।

পুরোনো সংবাদ

ঠাকুরগাঁও 8901788605075444777

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item