চ্যাম্পিয়ন্স ট্রফির চ্যাম্পিয়ন পাবে ২২ লাখ ডলার

ডেস্কঃ
এবারের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রুফির চ্যাম্পিয়ন দল প্রাইজমানি পাবে ২২ লাখ মার্কিন ডলার। গত আসরের চ্যাম্পিয়ন দল পেয়েছিল ২০ লাখ ডলার।রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এবারে আসরের প্রাইজমানির কথা জানায় আইসিসি। সব মিলিয়ে দলগুলোকে ৪৫ লাখ ডলার প্রাইজমানি দেবে আইসিসি।গত টুর্নামেন্টের চেয়ে মোট প্রাইজমানি বেড়েছে পাঁচ লাখ ডলার। চার বছর পর টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল বা মোট প্রাইজমানি, কোনোটিরই বাড়ার হার খুব দারুণ কিছু নয়। এবার রানার্সআপ দল পাবে চ্যাম্পিয়নদের অর্ধেক, ১১ লাখ ডলার।গত টুর্নামেন্টেও রানার্সআপের প্রাইজমানি ছিল চ্যাম্পিয়ন দলের অর্ধেক। সেমিফাইনালে হেরে যাওয়া দুই দল পাবে সাড়ে চার লাখ ডলার করে। গ্রুপপর্বে তৃতীয় স্থানে থেকে যাওয়া দল পাবে ৯০ হাজার ডলার। আর গ্রুপে শেষ স্থানে থাকা দল পাবে ৬০ হাজার ডলার।আগামী ১ জুন বসবে এবারের আসর। ইংল্যান্ডের এজবাস্টন, ওভাল ও ওয়েলসের কার্ডিফে হবে ম্যাচগুলো।

পুরোনো সংবাদ

খেলাধুলা 7381214443480290172

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item