বাংলাদেশের শেষ প্রস্তুতি ম্যাচ আজ
https://www.obolokon24.com/2017/05/sports_10.html
ডেস্কঃত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাংলাদেশ। ইংল্যান্ডের সাসেক্সে নয় দিনের কন্ডিশনিং ক্যাম্পে শুক্রবার নিজেদের অনেকটাই গুছিয়ে নিয়েছে টাইগাররা। সাসেক্সে দুটি প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ দল। ত্রিদেশীয় সিরিজের আগে আজ শেষ প্রস্তুতি ম্যাচে মাঠে নামবেন সাকিব-তামিমরা। আয়ারল্যান্ডের বেলফাস্টের স্টোরমন্ট ক্রিকেট গ্রাউন্ডে বাংলাদেশের প্রতিপক্ষ আয়ারল্যান্ড উলভস। ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টা ৪৫ মিনিটে।কাল বেলফাস্টে বাংলাদেশ দল অনুশীলন করেছে দুই ধাপে। প্রথম ধাপে বাংলাদেশ সময় বেলা ২টা ১৫ মিনিট থেকে ইমরুল কায়েস, সাকিব আল হাসান, সাব্বির রহমান, মাহমুদউল্লাহ, সানজামুল ইসলাম, শফিউল ইসলাম, শুভাশিষ রায়, নুরুল হাসান সোহান ও মোস্তাফিজুর রহমান অনুশীলন করেন। দ্বিতীয় ধাপে বিকেল ৩টা ৩০ মিনিট থেকে তামিম ইকবাল, সৌম্য সরকার, মুশফিকুর রহিম, মোসাদ্দেক হোসেন, নাসির হোসেন, মাশরাফি মুর্তজা, রুবেল হোসেন ও মেহেদী হাসান মিরাজ অনুশীলন করেন। বাংলাদেশ দল বেলফাস্টে অনুশীলন করলেও ত্রিদেশীয় সিরেজের চারটি ম্যাচই অনুষ্ঠিত হবে ডাবলিনে দুটি ভিন্ন ভেন্যুতে।সাসেক্সে বাংলাদেশ দলের অনুশীলনটা হয়েছে দারুণ। দুটি ম্যাচেই তিনশ’র বেশি রান করেছে টাইগাররা। একটি ম্যাচ ভেসে গেছে বৃষ্টিতে। সাসেক্সে অনুশীলনে আইপিএলে খেলার কারণে দলের সঙ্গে ছিলেন না সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। কয়েকদিন অনুশীলনের পর স্ত্রী অসুস্থ হওয়ায় দেশে ফিরে এসেছিলেন মাশরাফি মুর্তজা। পরে তিনি সরাসরি আয়ারল্যান্ডে দলের সঙ্গে যোগ দিয়েছেন। আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের অপর দলটি হল নিউজিল্যান্ড। এ সিরিজ শেষে টাইগাররা চ্যাম্পিয়ন্স ট্রুফি খেলতে ইংল্যান্ড যাবে। ১ জুন স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বাংলাদেশ নিজেদের চ্যাম্পিয়ন্স ট্রুফি শুরু করবে।///