সড়ক পরিবহন আইন- ২০১৭ বাতিলের দাবিতে নীলফামারী জেলা সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি :

প্রস্তাবিত সড়ক পরিবহন আইন- ২০১৭ বাতিলের দাবিতে নীলফামারী জেলা প্রশাসক বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়েছে। আজ (মঙ্গলবার) দুপুরে নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন ও নীলফামারী জেলা ট্রাক-ট্রাংকলড়ী শ্রমিক ইউনিয়ন পৃথক পৃথকভাবে ওই স্মারকলিপি প্রদান করে। উল্লিখিত সড়ক পরিবহন সংগঠনের নেতৃবৃন্দ সৈয়দপুরস্থ প্রধান কার্যালয় থেকে নীলফামারী জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে ওই স্মারকলিপি দেন।
 প্রথমে  নীলফামারী জেলা প্রশাসক মো. জাকীর হোসেনের হাতে স্মারকলিপি তুলে দেন নীলফামারী জেলা বাস-মিনিবাস শ্রমিক ইউনিয়ন। এ সংগঠনের স্মারকলিপি প্রদানে নেতৃত্ব দেন  বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটির সভাপতি এবং নীলফামারী জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি ও সৈয়দপুর পৌরসভার সাবেক মেয়র মো. আখতার হোসেন বাদল। এ সময় নীলফামারী জেলা বাস- মিনিবাস শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি মো.  হারুন অর- রশিদ, সাধারণ সম্পাদক মো. আলতাফ হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. মমতাজ আলী, ক্রীড়া সম্পাদক মো. স্বপন মিয়া, কার্যকরী সদস্য মো. রবিউল ইসলাম প্রমূখ উপস্থিত ছিলেন।
এদিকে, একই দাবিতে নীলফামারী জেলা ট্রাক-ট্রাংকলড়ী শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকেও নীলফামারী জেলা প্রশাসক বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়েছে। সংগঠনের সভাপতি  মো. চাঁন মিয়া ও সাধারণ সম্পাদক শ্রী রনজিৎ কুমার রায়ের নেতৃত্বে ওই স্মারকলিপি দেয়া হয়। এ সময় সংগঠনটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
নীলফামারী জেলা প্রশাসক মো. জাকীর হোসেন সড়ক পরিবহন সংগঠনের স্মারকলিপি গ্রহণ করে যথাযথ কর্তৃপক্ষের পৌঁছানোর আশ্বাস দেন। 

পুরোনো সংবাদ

নীলফামারী 7888755189023564675

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item