সৈয়দপুরে কিশোরীদের স্বাস্থ্য সচেতনতায় ইমেজের সভা
https://www.obolokon24.com/2017/05/saidpur_30.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৩০ মে॥
কিশোরীদের যৌন, প্রজনন ও স্বাস্থ্য সচেতনতায় কাজ করা ইমেজ প্লাস প্রকল্পের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইমেজ প্লাস প্রকল্প পল্লীশ্রীর আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু ছালেহ মো. মুসা জঙ্গীর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন, সৈয়দপুর উপজেলা প্যানেল চেয়ারম্যান আজমল হোসেন, পল্লীশ্রীরভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক সেলিম রেজা, প্রোগ্রামার ডিরেক্টর সুরাইয়া আকতার, উপকারভোগী তানজিলা খাতুন, সুমি খাতুন প্রমুখ।
এছাড়াও অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিরাজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নূরুন্নাহার শাহজাদী, উপজেলা মাধ্যমিক কর্মকর্তা রেহানা ইয়াছমিন, বোতলাগাড়ি ইউপি চেয়ারম্যান হেলাল চৌধুরী উপস্থিত ছিলেন।সভায় প্রোগ্রামার ডিরেক্টর সুরাইয়া জানান, টিভি এইচ নেদারল্যান্ডস’র অর্থায়নে ইমেজ প্লাস প্রকল্পটি জেলা সদরের সংগলশী ও সৈয়দপুর উপজেলার বোতলাগাড়ি ইউনিয়নে বাস্তবায়ন করছে। এ প্রকল্পের সুবিধায় কিশোরীরা যৌন, প্রজননসহ সকল স্বাস্থ্য সেবা পাবেন।