সৈয়দপুরে প্রত্যন্ত পল্লীর শিশু কন্যা রিফার হৃদপিন্ডে দুইটি ছিদ্র ॥ জরুরী অপারেশনের দুই লাখ টাকা প্রয়োজন

তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:

সৈয়দপুর উপজেলার প্রত্যন্ত পল্লীর এক নিষ্পাপ শিশু কন্যা রওশন তাবাসসুম রিফা। পিতামাতা আদরের বড় কন্যা সন্তান সে। কিন্তু তাঁর জন্মের ৬ মাস বয়সে তাঁর হৃদপিন্ডে দুইটি ছিদ্র ধরা পড়ে। সে সময় চিকিৎসকের শরণাপন্ন হলে চিকিৎসক আশ্বস্থ করেছিলেন তাঁর বয়স ৭/৮ বছর পূর্ণ হলে সম্পূর্ণ সুস্থ হয়ে উঠবে রিফা। বর্তমান তাঁর বয়স ৮ বছর। কিন্তু তাঁর হৃদপিন্ডে সেই ছিদ্র এখনও রয়ে গেছে। বরঞ্চ সে আগের তুলনায় এখন বেশি অসুস্থ। বর্তমানে শ্বাস-প্রশ্বাস নিতে মারাত্মক কষ্ট হয় তাঁর। এখন তাঁর খাওয়া-দাওয়ায়  তেমন একটা রুচি ও মনের মধ্যে আনন্দ-ফূর্তি নেই। তাঁর শরীর দিন দিন শুকিয়ে কাঠ হয়ে যাচ্ছে। মাঝে মধ্যে ভীষণ অসুস্থ হড়ে পড়ছে সে। অনেক বড় বড় চিকিৎসকের কাছে তাঁর চিকিৎসা করেছেন বাবা-মা। কিন্তু তাতে কোন ফলাফল মেলেনি। বরঞ্চ মেয়ের চিকিৎসায় সামান্য বীমা (ইন্সুরেন্স) কর্মী বাবার অনেক টাকা-পয়সা ব্যয় হয়ে গেছে। অন্যের কাছে হয়ে পড়েছেন ঋণগ্রস্থও। বর্তমানে সে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালের কার্ডিওলজি বিভাগের কনসালটেন্ট ডা. মো. আবু জাহিদ বসুনিয়ার চিকিৎসাধীন রয়েছে। স্বনামধন্য ওই চিকিৎসক শিশু রিফার জরুরীভাবে হৃদপিন্ড অপারেশন করার পরামর্শ দিয়েছেন। এতে প্রায় দুই লাখ টাকা প্রয়োজন হবে। এখন অসুস্থ মেয়ের অপারেশনে জন্য ওই পরিমাণ টাকা কোথা থেকে সংগ্রহ করবেন এমন চিন্তায় শিশু রিফার বাবা-মা পাগলপ্রায়। তাদের অভাবী সংসারে তেমন কোন সহায়-সম্পদও নেই যে তা বিক্রি করে মেয়ের অপারেশন করাবেন। এদিকে, তাঁদের চোখের সামনে অতি আদরের মেয়েও শারীরিকভাবে দিন দিন আরো অসুস্থ হয়ে পড়ছে। এ অবস্থায় তাঁর পিতা-মাতা তাদের অসুস্থ মেয়ে সন্তানের চিকিৎসায় সমাজের বিত্তশালী, দানশীল ও সহৃদয়বান মানুষের কাছে সাহায্যে হাত বাড়িয়েছেন। সাহায্য পাঠানোর ঠিকানা:
মো. রেজাউল করিম  (রেজা), গ্রাম: কাশিরাম বেলপুকুর, ডাকঘর: হাজারীহাট, উপজেলা: সৈয়দপুর, জেলা নীলফামারী। হিসাব নম্বর: ০২০০০০৯৪৮৮৩১৮, অগ্রণী ব্যাংক লিমিটেড, সৈয়দপুর শাখা। মোবাইল: ০১৭৩৫৯৭৯৬৯২, ০১৯৯০০৫৩২৭৫ (বিকাশ)।

পুরোনো সংবাদ

নীলফামারী 8982607754027461289

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item