পীরগঞ্জে প্রশাসনের নির্দেশে মামলা করে বাদী ঘর থেকে বের হতে পারছেনা
https://www.obolokon24.com/2017/05/rangpur_81.html
মামুনুররশিদ মেরাজুল ঃ
পীরগঞ্জে প্রশাসনের নির্দেশে মামলা করে বাদী ঘর থেকে বের হতে পারছেনা। আসামীরা সংঘবদ্ধ হয়ে সমিতির ঘর ভেঙ্গে বাড়িতে নিয়ে যাওয়ার অভিযোগ পাওয়া গেছে। সূত্রমতে জানা গেছে, উপজেলার রামনাথপুর ইউনিয়নে ২০০৮ সালে বটের হাটে সামাজিক বনায়নের লক্ষ্যে ৫২ জন সদস্য ৪ কিলোমিটার রাস্তা ১৫ বছরের জন্য বন্দবস্ত নেয়। তিল তিল করে টাকা পয়সা খরচ, শ্রম দিয়ে সমিতির সদস্যগণ যখন আশায় বুক বাধছিল সমিতিরর সদস্যদের মধ্যে অভ্যন্তরীন কোন্দলে প্রতিষ্ঠাতা সভাপতি শাহিন তালুকদার একটি গ্রুপ সৃষ্টি করে রাত্রিবেলা চুরি করে গাছ কাটা শুরু করলে শাহিন কে এক নম্বর করে পীরগঞ্জ থানায় কয়েকটি চুরি মামলা চলমান রয়েছে। সমিতির কোন্দলটি মিমাংশার জন্য গত এপ্রিল মাসে উপজেলা নির্বাহী কর্মকর্তা কমল কুমার ঘোষ, সহকারী কমিশনার ভূমি মিজানুর রহমান, পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম, ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর ইসলাম মন্ডল, ইউপি সদস্য, সদস্যগণের সমন্বয়ে যৌথভাবে ইউপি কার্যালয়ের হলরুমে এক বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত শালিশে সমিতির সকল সদস্যগণ অভিযুক্ত শাহিনকে এককভাবে চুরি করে গাছ কাটার দোষারোপ করলে সুচতুর শাহিন বিচারকদের সামনে পরবর্তীতে চুরি করে গাছ কাটবেনা বলে মুচলেকা দিয়ে আত্মরক্ষা করে। চোরে শোনেনা ধর্মের কাহিনী। মাত্র কয়েকদিন পরেই পুনরায় শাহিন গং রাতের অন্ধকারে রাস্তার কিছু গাছ চুরি করে বিক্রি করে। সমিতির সভাপতি খাজা প্রধান ও সদস্য গণ উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট সরনাপন্ন হলে পুনরায় অভিযুক্তর বিরুদ্ধে মামলা করার পরামর্শ প্রদান করলে গত ৮ মে শাহিন কে এক নম্বর করে ১২ জনকে অভিযুক্ত করে পীরগঞ্জ থানায় একটি চুরির মামলা দায়ের করে। মামলা দায়েরের পর বেপরোয়া শাহিন ১৩ মে শনিবার সকাল ৯ ঘটিকায় বটের হাটে সমিতির ঘরটি ভেঙ্গে বাড়িতে নিয়ে যায়। এ ব্যাপারে পীরগঞ্জ থানা অফিসার ইনচার্জকে মুঠোফোনে অবগত করলে তদন্তকারী কর্মকর্তাকে বিষয়টি জানাবেন বলে আশ্বাস প্রদান করেছেন। অত্র এলাকার শান্তি প্রিয় মানুষ হাটের ব্যবসায়ী, সমিতির সদস্যগণ মুচলেকা ভঙ্গকারী শাহিন গংকে আইনের কাঠগড়ায় দাড় করানোর দাবী জানিয়েছেন। এ ব্যাপারে এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।