সড়ক পরিবহন আইন-২০১৭ এর ধারা-উপ-ধারা বাতিলের দাবীতে রংপুরে বিক্ষোভ,সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান
https://www.obolokon24.com/2017/05/rangpur_78.html
এস.কে.মামুন
সড়ক পরিবহন আইন-২০১৭এ মালিক-শ্রমিক স্বার্থ বিরোধী ধারা- উপ-ধারা বাতিলের দাবীতে রংপুর নগরীতে বিক্ষোভ মিছিল, সমাবেশ ও প্রধানমন্ত্রী বরাবরে স্বারকলিপি প্রদান করেন রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন।
সোমবার সকালে রংপুর কলেজ রোডস্থ ইউনিয়নের প্রধান কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন জেলা প্রশাসকের কার্যালয়ে এসে পৌছায়। সেখানে রংপুর জেলা ট্রাক, ট্যাংকলরী ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ হাফিজুর রহমান হাফিজের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক, কার্য্যকরী সভাপতি জয়নাল আবেদিন, সহ-সভাপতি আশরাফ আলী ও সাংগঠনিক সম্পাদক মকবুলার রহমান আজাদ।
এ সময় উপস্থিত ছিলেন ইউনিয়নের অর্থ সম্পাদক কামরুজ্জামান ফারুক, সড়ক সম্পাদক বাদশা মিয়া, জামাল উদ্দিন, দপ্তর সম্পাদক ইব্রাহিম খলিল, প্রচার সম্পাদক মোকছেদ আলী, কার্য্যকরী সদস্য মাহাতাব আলী, ফজলুল হক ফজলু, সোনা মিয়া, আব্দুল হাই নিরাশা, আলমগীর হোসেন ও অফিস সহকারী সচিব রফিকুল ইসলাম সঞ্জু।
সমাবেশ শেষে প্রধানমন্ত্রী বরাবরে রংপুর জেলা প্রশাসকের মাধ্যমে স্বারকলিপি প্রদান করা হয়।