লোকাল লিচুতে ভরপুর রংপুর
https://www.obolokon24.com/2017/05/rangpur_62.html
এস.কে.মামুন
লোকাল লিচুতে ভরে গেছে রংপুরের ফলের বাজার। রংপুর নগরীর সর্বত্র লোকাল লিচু। পাইকারী, খুচরা কিংবা ফুটপাতে ভ্রাম্যমান দোকানে লোকাল লিচু। লোকাল লিচু আমদানী হচ্ছে রংপুরের তারাগঞ্জের পাশাপাশি নগরীর বিভিন্ন এলাকা থেকে। লোকাল লিচু বাজারে আশায় যশোরের লিচুর উপর চাপ কমেছে। গতকাল নগরীর সিটি বাজার সংলগ্ন ফুটপাতে গিয়ে দেখা যায় পশরা সাজিয়ে লিচু বিক্রি করছে ব্যবসায়ীরা। লোকাল লিচু বিক্রি হচ্ছে প্রতি শ ২ শ থেকে ৩ শ টাকা। তবে ২ শ টাকার লিচুই বেশি বিক্রি হচ্ছে। ভালোমানের টা বিক্রি হচ্ছে ৩ শ টাকা। লিচু ব্যবসায়ী মনু হোসেন জানান, দিনাজপুরের এবং বাহিরের লিচু ১ লা রমজান থেকে পাওয়া যাবে। এখন বাজারে যশোরের লিচু পাওয়া যাচ্ছে, তবে দাম একটু বেশি। কদিন পরে দিনাজপুরের লিচুতে ভরে যাবে বাজার। তখন দামও হালকা হয়ে যাবে। মনু হোসেন আরো জানান, চায়না থ্রি, বেদানা, মসকোট, এলার্চি, বোম্বাই, বাদামী, কাটালিয়া, পেয়ারা লিচুসহ প্রায় ষোল প্রকারের লিচু পাওয়া যাবে। ফুটপাতে লিচু ব্যবসায়ী মুরাদ আলম জানান, তিনি মৌসুমি ফল ব্যবসায়ী, এখন লিচুর মৌসুম, এজন্য তিনি লিচু বিক্রি করছেন, ভালোই বিক্রি হচ্ছে। লাভও ভালো হচ্ছে। তিনি প্রতিদিন গড়ে ২০ হাজার লিচু বিক্রি করেন। সংসার ভালোই যাচ্ছে। নগরীর বিভিন্ন স্থানে ছোট বড় খাচায় করে লিচু বিক্রি করছে। লিচু ক্রেতা রাজিব হোসেন জানান, এখন লোকাল লিচু এজন্য লিচুর দাম কম। খুব বেশি স্বাদ না হলেও মৌসুমী ফল খুব দ্রুত শেষ হয়ে যায়। এজন্য প্রায় দিনেই কমবেশি লিচু নেন। এদিকে লিচুর বাগানের মালিক, রমিজ উদ্দিন জানান, লোকাল লিচু আগাম হওয়ার কারনে দাম পাওয়া যাচ্ছে। লোকসান নাই। এবার লিচুর ফলন মোটামুটি হয়েছে। লাভের আশা করা যায়। তিনি ৩ টা বাগান ইতিমধ্যেই বিক্রি করে দিয়েছে। আর এশটি নিজেই খুচরা পাইকারী বিক্রি করছে।