রংপুরের পীরজাবাদ দরগারপাড়া এলাকা থেকে মিমএর মরদেহ উদ্ধার
https://www.obolokon24.com/2017/05/rangpur_46.html
হাজী মারুফ-
রংপুরের পীরজাবাদ দরগারপাড়া এলাকা থেকে মিম নামে এক এসএসসির ফলপ্রার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ১টার দিকে মরদেহটি উদ্ধার করা হয়।নিহত মিম শহরের কেরানীপাড়া জামতলা মসজিদ এলাকার মোহর বানিয়ার ছেলে। সে এসএসসির ফলাফলে জিপিএ-৪.৫১ পেয়েছে। মিমের চাচা সুমন ও স্থানীয়রা জানান, রংপুর বিয়াম মডেল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী মিম প্রায় পাঁচ বছর ধরে পীরজাবাদ দরগারপাড়া এলাকায় তার খালু মঞ্জুরুল ইসলামের বাড়িতে থেকে পড়াশোনা করছিল। এবারের এসএসসি পরীক্ষায় সে বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিয়েছিল। কিছুদিন আগে তার বাবা কেরানীপাড়াস্থ জমি ও বাড়ি বিক্রি করে ঢাকায় স্ত্রীসহ চলে যান এবং পীরজাবাদ দরগারপাড়া এলাকায় জমি কেনার জন্য মঞ্জুরুলকে প্রায় ২০ লাখ টাকা দিয়েছেলেন।
সুমন অভিযোগ করে বলেন, টাকা লেনদেনের জের ধরে তার ভাতিজাকে হত্যার পর আত্মহত্যা বলে প্রচারণা চালানো হয়েছে।
কোতয়ালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম জাহিদুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এছাড়াও ঘটনার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।