সাফল্যের দিকে এগুচ্ছে রংপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজ

হাজী মারুফ



রংপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার মানোন্নয়ন বৃদ্ধি পাচ্ছে। ফলে সুশীল সমাজসহ সাধারণ মানুষজনের মাঝে এই শিক্ষা প্রতিষ্ঠানটি নজর কেড়েছে। প্রথমদিকে এই প্রতিষ্ঠানটির কিছুটা সুনাম ক্ষুন্ন হলেও বর্তমান অধ্যক্ষ মনজুয়ারা পারভীন যোগদানের পর থেকে সেই ক্ষুন্নকৃত প্রতিষ্ঠানটি আজ সাফল্যের দোড়গোরায় পৌছেছে। ২০১২ সাল থেকে এসএসসি ও এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে দিনাজপুর বোর্ডের মধ্যে শীর্ষ স্থানে রয়েছে রংপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজটি। লেখাপড়ার পরিবেশ ভালো ও শিক্ষকদের মনোযোগের কারণে আজ শিক্ষা প্রতিষ্ঠানটির সার্বিক উন্নয়ন হচ্ছে। মঙ্গলবার সকাল ১১টায় এই শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা ক্লাসে বসে  পরীক্ষা দিচ্ছে টিপটপ মনোরম পরিবেশে ।শিক্ষকরাও মন দিয়ে পরীক্ষার ডিউটি পালন করছেন । ভেতর ও বাহিরের সুন্দর ও মনোরম পরিবেশ দেখে মনে হলো এ যেন দেশের মধ্যে উল্লেখযোগ্য একটি প্রতিষ্ঠান। সুশীল সমাজ বলছেন, যেকোন প্রতিষ্ঠানের প্রধান যদি গ্রহণযোগ্যতা সম্পন্ন ও ভালোমনের মানুষ হন তাহলে সেই প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীও ভালো হন এবং প্রতিষ্ঠানের সাফল্য বৃদ্ধি পায়। আর তেমনি সাফল্যের হাল ধরেছেন অধ্যক্ষ মনজুয়ারা পারভীন। তিনি ইঝঝ (ঐড়হ’ং), গঝঝ ্ গ.চযরষ (উট)। ২০১২ সালের ৩ জুন তিনি রংপুর কালেক্টরেট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ হিসেবে যোগদান করেন। যোগদানের পর কয়েকজন শিক্ষক তার বিরুদ্ধে কথা বললেও পরে তারা তাদের ভুল বুঝতে পেরে অধ্যক্ষ’র সিদ্ধান্তের সাথে একমত হয়ে কাজ করছেন। ফলে সকল ভেদাভেদ ভুলে প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য একত্রে কাজ করছেন আর আগামীতে পরীক্ষার ফলাফল আরো ভালো হওয়ার জন্য শিক্ষার্থীদের বেশি বেশি পাঠদান করাসহ তাদের পরামর্শ দিচ্ছেন। শিক্ষকরা বলছেন, ভালো ফলাফলের জন্য এই শিক্ষা প্রতিষ্ঠানে দিন দিন শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে।     
প্রতিষ্ঠানের অধ্যক্ষ মনজুয়ারা পারভীন বলেন, সাফল্যের পেছনে সকলের কিছু না কিছু অবদান রয়েছে। যেমন শিক্ষকরা পাঠদান করাচ্ছেন, শিক্ষার্থীরা পড়াশোনা করছেন, অভিভাবকরা তৎপর থাকছেন। এইসব কারলেণ আমাদের সাফল্যের ধারা অব্যাহত। আমি চেষ্টা করি, অন্ততপক্ষে শিক্ষার্থীদের ক্লাসমুখী করতে। ক্লাসমুখী হলে, তারা অবশ্যই ভালো ফল পাবে।

পুরোনো সংবাদ

শিক্ষা-শিক্ষাঙ্গন 2353453252065269606

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item