পীরগাছায় চাকুরীর নামে প্রতারনার অভিযোগ

ফজলুর রহমান, পীরগাছা (রংপুর) প্রতিনিধি

রংপুরের পীরগাছায় চাকুরী দেওয়ার কথা বলে ৬ লাখ টাকা নিয়ে প্রতারনা করায় পীরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে।
জানা গেছে, উপজেলার কল্যাণী ইউনিয়নের ছোট কল্যাণী (খাঁনপাড়া) গ্রামের আফছার আলীর ছেলে আরিফুল ইসলাম সুমনকে চাকুরী দেওয়ার কথা বলে তাদের নিকট আত্বীয় একই উপজেলার পারুল ইউনিয়নের ত্রিপুর গ্রামের আব্দুল বারী মাষ্টার ও তার ছেলে মিজানুর রহমান এবং মেয়ে মৌসুমী আক্তার সুমী সুকৌশলে ২ দফায় ৬ লাখ হাতিয়ে নেয়। পরে তারা চাকুরীর নামে কালক্ষেপন করে চাকুরী হচ্ছে বলে প্রতারনা করতে থাকে। এদিকে চাকুরী প্রার্থী আরিফুল ইসলাম সুমন তার সংসারের গরু ছাগল ও জমি বিক্রি করে প্রতারকদের হাতে টাকা তুলে দিয়ে অসহায় হয়ে পড়েছেন। বর্তমানে তিনি চাকুরী না পাওয়ায় তার বৃৃদ্ধ বাবা-মাকে নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। সে প্রভাবশালী ওই প্রতারক চক্রের নিকট দীর্ঘদিন ধর্ণা দিয়ে চাকুরী না পাওয়া ও তাদের অব্যাহত হুমকীর ফলে প্রতারনার বিষয়টি বুঝতে পেরে স্থানীয় গন্যমান্য ব্যক্তিদের নিয়ে শালিস-বৈঠক করেন। এতেও কোন ফল না পেয়ে পীরগাছা থানায় একটি অভিযোগ দায়ের করেন।

পুরোনো সংবাদ

রংপুর 6918846146615687245

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item