উত্তরাঞ্চলের হতদরিদ্রদের কর্মসংস্থান নিশ্চিতকরন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত।

হাজী মারুফ:

ঃ মুল্যায়ন বিশেষঞ্জ ড. খন্দকার মোকাদ্দেম হোসাইন বলেছেন  দেশের শিল্প উন্নয়নে মানুষের কর্মদক্ষতা বারাতে হবে, হতদরিদ্রদের পাটজাত দ্রব্য তৈরি, টেইলার, তাঁত, বেনারশি , সতরঞ্জি প্রশিক্ষনের মাধ্যমে স্বাবলম্বি করে গড়ে তুলতে হবে। রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমাজামান ববি বলেছেন  দেশের মানুষের ভাগ্য উন্নয়নে লক্ষে কাজ করে যাচ্ছেন বর্তমান সরকার প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এ দেশের মানুষের হাতের তৈরি পাটজাত পন্যের আন্তরজাতিব বাজারে প্রচুর ডিমান্ড, উত্তররাঞ্চল সহ রংপুরকে মঙ্গা মুক্ত করতে হলে প্রত্বেককে প্রশিক্ষনের মাধ্যমে নিজেদের কর্ম সংস্থান গড়ে তুলতে হবে।  গতকাল রংপুরে আইএমইডি পরিকল্পনা মন্ত্রালয় ও ইয়াং কনসালটেন্টস এর আয়োজনে উত্তররাঞ্চলের হতদরিদ্রদের কর্মসংস্থান নিশ্চিত করন কর্মসূচির শীর্ষক প্রকল্পের প্রভাব মূল্যায়ন সমীক্ষা স্থানীয় পর্যায়ে মতবিনিময় সভায় অনুষ্ঠানে প্রধান অতিথি মুল্যায়ন বিশেষঞ্জ ড. খন্দকার মোকাদ্দেম হোসাইন ও  বিশেষ অতিথি রংপুর সদর উপজেলা চেয়ারম্যান নাছিমা জামান ববি এসব কথা বলেন। উদকনিক এর প্রকল্প পরিচালক এবিএসএম রফিকুল ইসলামের সভাপতিত্বে আরও  বক্তব্য রাখেন মূল্যায়ন বিভাগ (আইএমইডি) সহকারী পরিচালক মসিউর রহমান মিথুন, উদকনিক এর সহকারী পরিচালক শাহ আহসান মাহামুদ, সমন্বয়কারী তৌহিদুর রহমান, বিআরডি রংপুর জেলার ভারপ্রাপ্ত পরিচালক মমিনুল ইসলাম, গংগাচড়া উপজেলার আরডিও আঃ মান্ন্না, রংপুর সদর উপজেলার উদকনিক বিআরডিবি প্রশিক্ষক রেজাউল করিম রেজা, লায়লা সুলতানা, উদকনিক লালমনিরহাট প্রডাকশন ম্যানেজার সুমন মিয়া, উদকনিক নিলফামারী প্রডাকশন ম্যানেজার এসএম রায়হান, এমবোটারী প্রশিক্ষক ফরিদা ইয়াছমিন, কুড়িগ্রাম আইডিএল প্রকল্প পরিচালক বকুল চন্দ্র রায়।

পুরোনো সংবাদ

রংপুর 9043617413390181066

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item