রংপুরে গ্রাম পুলিশদের মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2017/05/rangpur_31.html
এস.কে.মামুন
চতুর্থ শ্রেণির সরকারী কর্মচারীদের সমান বেতন স্কেল নির্ধারণ, আর্মি-পুলিশদের ন্যায় রেশনিং চালু ও ঝুঁকি ভাতা প্রদান, সরকারী চাকরিতে গ্রাম পুলিশের সন্তানদের ক্ষেত্রে ১০% কোটা সংরক্ষণসহ ৫দফা দাবিতে ১৪ মে ’১৭ সকাল ১১টায় কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ গ্রাম পুলিশ কর্মচারী ইউনিয়ন রংপুর জেলা শাখার উদ্যোগে শত শত গ্রাম পুলিশের অংশগ্রহণে মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রেসক্লাবের সামনে থেকে মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে ডিসি অফিসের সামনে সমাবেশ অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি মাসুম খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক পুষ্প জিৎ বর্ম্মনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা উপদেষ্টা, বাসদ-নেতা কমরেড আব্দুল কুদ্দুস, পীরগাছা উপজেলা সভাপতি সুপীন চন্দ্র বর্মণ, গঙ্গাচড়া উপজেলা সভাপতি আবু জাফর, কাউনিয়া উপজেলা সভাপতি মঞ্জিল , পীরগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক এমদাদুল হক, মিঠাপুকুর উপজেলা সভাপতি বকুল, বদরগঞ্জ উপজেলা সভাপতি শাহ আলম, তারাগঞ্জ উপজেলা উপদেষ্টা মাহবুব আলম, সদর উপজেলা সভাপতি সুলতান মাহমুদ প্রমুখ। সমাবেশ শেষে গ্রাম পুলিশদের প্রতিনিধি দল ডিসি’র মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর ৫দফা দাবি সংবলিত স্মারকলিপি পেশ করে। বক্তারা বলেন, সারাদেশে ইউনিয়ন পর্যায়ে আইন শৃঙ্খলা রক্ষায় ৪৫,৬৭০ জন গ্রাম পুলিশ নিয়োজিত আছে। সরকারি যেকোন প্রয়োজন ছাড়াও জঙ্গীবাদ-সন্ত্রাস-মাদক-বাল্য বিবাহ প্রতিরোধসহ প্রায় ৭০ প্রকার কাজের সাথে গ্রাম পুলিশ যুক্ত থাকে। অথচ উপযুক্ত বেতন না পেয়ে গ্রাম পুলিশরা মানবেতর জীবনযাপন করছে। একজন দফাদার সর্বসাকুল্যে বেতন পান ৩৪০০/- টাকা এবং মহল্লাদার বেতন পান ৩০০০/- টাকা। সমাবেশ থেকে বক্তারা গ্রাম পুলিশদের চতুর্থ শ্রেণির সরকারী কর্মচারীদের সমান বেতন স্কেল নির্ধারণ, আর্মি-পুলিশদের ন্যায় রেশনিং চালু ও ঝুঁকি ভাতা প্রদানসহ বিভিন্ন দাবি জানান।