পীরগঞ্জে ভেন্ডাবাড়ীতে নকশা বহির্ভূত পল্লী বিদ্যুতের লাইন নির্মাণ
https://www.obolokon24.com/2017/05/rangpur_27.html
মামুনুররশিদ মেরাজুল ,নিজস্ব প্রতিনিধিঃ
নকশা বহির্ভূত অপরিকল্পিতভাবে পল্লী বিদ্যুতের লাইন নির্মাণ বন্ধের জন্য সুফলভোগীগণ মহাপরিচালক, রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর জিএম স্থানীয় জনপ্রতিনিধির নিকট দরখাস্ত আহ্বান করার পরেও অনৈতিক সুবিধা গ্রহণ করে লাইন নির্মাণ অব্যাহতি রেখেছে। এভাবে কাজ চলতে থাকলে এলাকায় আইন-শৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা রয়েছে। আশার কথা আবেদনের প্রেক্ষিতে জিএম, ইঞ্জিনিয়ার, আরইও ও শঠিবাড়ী পল্লী বিদ্যুৎ পরিচালনা কমিটির সভাপতি সংশ্লিষ্ট এলাকা পরিদর্শন করে লাইন নির্মাণ বন্ধের আদেশ প্রদান করলেও আসাদুল নামের এক ঠিকাদার কাজ চালিয়ে যাচ্ছে।
জানা গেছে, ভেন্ডাবাড়ী বন্দরে নির্মিত বাড়ির উপর দিয়ে অপরিকল্পিতভাবে নতুন বিদ্যুৎ লাইন নির্মিত হচ্ছে। যার কারনে ভবিষ্যতে শ্রী মিনজু বর্মণ, শ্রী বাচ্চু বর্মণ, শ্রী সুশান্ত বাবু, শাহাদত হোসেন, ফুলতলী রানী সহ প্রায় অর্ধশতাধিক ব্যক্তি দরখাস্ত আহ্বান করলেও নাটোর পল্লী বিদ্যুৎ অফিসে কর্মরত লাইনম্যান বিধান চন্দ্র বর্মণ ক্ষমতার দাপট দেখিয়ে নকশা বহির্ভূতভাবে লাইন নির্মান করেছেন। এই লাইনে বিদ্যুৎ সংযোগ প্রদান করলে অনেক বাড়িতে দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। অবিলম্বে নকশা অনুযায়ী বিদ্যুৎ লাইন নির্মান করার জন্য স্থানীয় জনপ্রতিনিধি সুফলভোগী উর্ধতন কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছে।