রংপুর জেলা রেস্তোরা শ্রমিক ইউনিয়নের নেতাদের মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ

এস.কে.মামুন

রংপুর জেলা রেস্তোরা মালিক সমিতির দায়েরকৃত মিথ্যা মামলায় জেলা হাজতে আটক রংপুর জেলা রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক মোকছেদ আলীর মুক্তির দাবীতে এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছেন রংপুর জেলা ও মহানগর রেস্তোরা শ্রমিক ইউনিয়ন।
গতকাল শনিবার বিকেলে বিক্ষোভ মিছিলটি নগরীর কাচারী বাজার থেকে বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।  মিছিলটি প্রধান প্রধান সড়ক প্রদর্শণ শেষে পুনঃরায় কাচারী বাজারে গিয়ে প্রতিবাদ সমাবেশ করেন। রংপুর মহানগর রেস্তোরা শ্রমিক ইউনিয়নের সভাপতি এব্রাহিম খলিলের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের কার্য্যকরী সভাপতি আনোয়ারুল ইসলাম রাজা, রংপুর সম্মিলিত ট্রেড ইউনিয়ন ঐক্য পরিষদের মহাসচিব ও রংপুর বিভাগীয় শহর ইমারত শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাতাব উদ্দিন কাজল, রংপুর মহানগর দোকান কর্মচারী ইউনিয়নের সভাপতি জাহেরুল ইসলাম, রংপুর ঠেলা ভ্যান লোডিংআনলোডিং শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রী দিলীপ চন্দ্র রায়, রংপুর দর্জি দোকান শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক মোশারফ হোসেন টিংকু, রংপুর মহানগর স্বর্ণ শিল্পী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আতিকুর রহমান হিরু, রংপুর মহানগর জাতীয় শ্রমিক পার্টির সাধারণ সম্পাদক মজাহারুল ইসলাম মন্টু,জাতীয় শ্রমিক ফেডারেশনের রংপুর জেলা শাখার সাধারণ সম্পাদক অশোক সরকার, রংপুর জেলা রেস্তোরা শ্রমিক ইউনিয়নের কার্য্যকরী সভাপতি আফজাল হোসেন,সাবেক কার্য্যকরী সভাপতি কারী হায়দার আলী শেখ, যূগ্ম সাধারণ সম্পাদক মোঃ জাভেদ আলী, সহ-সাধারণ সম্পাদক রনি মিয়া, দপ্তর সম্পাদক মোস্তফা মোল্লা, ক্রীড়া সম্পাদক হামিদুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক শ্রী নির্মল চন্দ্র রায়, মহানগর কমিটির কার্য্যকরী সভাপতি আব্দুল মতিন, সাধারণ সম্পাদক মোস্তফা মিয়া, যূগ্ম সাধারণ সম্পাদক মোর্শেদুল ইসলাম ও রংপুর প্রেস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক বদরুজ্জামান সাজু।
সভায় বক্তারা বলেন, গ্রেফতারকৃত নেতাদের নামে মালিক সমিতিকর্তৃক দায়েরকৃত মিথ্যা মামলা প্রত্যাহার ও আটককৃত নেতাদের মুক্তির জোড়ালো দাবী জানান। গ্রেফতারকৃর্ত নেতাদের অতিসত্ত্বর মুক্তি না দেয়া হলে রংপুরের বিভিন্ন ট্রেড ইউনিয়নকে সাথে নিয়ে অবস্থান ধর্মঘট, কর্মবিরতি পালনসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে।

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 7073716747387879665

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item