রংপুরে র‌্যাবের অভিযানে পিস্তলসহ সন্ত্রাসী গ্রেফতার

মামুনুররশিদ মেরাজুল,নিজস্ব প্রতিনিধিঃ

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-১৩ (র‌্যাব) অভিযানে ১টি বিদেশি পিস্তল, ১টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ আপস ওরফে অরেঞ্জ (২২) নামে এক কুখ্যাত সন্ত্রাসীকে গ্রেফতার হয়েছে। বুধবার রাতে রংপুর মহানগরীর ২৭নং ওয়ার্ডের পোস্ট অফিস মুসলিমপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। অরেঞ্জ ওই এলাকার কুরবান আলীর ছেলে।
বৃহস্পতিবার দুপুরে র‌্যাব-১৩ এর কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ নজরুল ইসলাম এতথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে তার নের্তৃত্বে র্যাবের একটি দল বুধবার রাত সাড়ে ১০টার দিকে অভিযান চালিয়ে অরেঞ্জকে গ্রেফতার করে।
এসময় অরেঞ্জের কাছ থেকে ১টি লোহার তৈরি ট্রিগার, হেমার ও গ্রিপ যুক্ত সচল বিদেশি পিস্তল, ২ রাউন্ড গুলি ও ১টি ম্যাগাজিন উদ্ধার করা হয়। গ্রেফতার অরেঞ্জ একাধিক মামলার আসামি। 

পুরোনো সংবাদ

রংপুর 4139653478040213263

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item