প্রধানমন্ত্রী’র স্বদেশ প্রত্যাবর্তন দিবসে বেরোবিতে ছাত্রলীগের আনন্দ মিছিল
https://www.obolokon24.com/2017/05/rangpur_18.html
এস.কে.মামুন
বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭ তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে বেগম রোকেয়া বিশ^বিদ্যালয় শাখা ছাত্রলীগের উদ্যোগে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ (বুধবার) দুপুর ১২ টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আনন্দ মিছিল বের করে বেরোবি ছাত্রলীগ। এতে বিশ^বিদ্যালয় ছাত্রলীগের সভাপতি তুষার কিবরিয়া’র নেতৃত্বে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক নোবেল শেখ,বঙ্গবন্ধু হলের সভাপতি শাহীনুর রহমান,সাধারণ সম্পাদক মিথিশ চন্দ্র বর্মণ,শহীদ মুখতার এলাহী হলের সভাপতি ইমতিয়াজ বসুনিয়াসহ বিশ^দ্যিালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। মিছিল শেষে এক সংক্ষিপ্ত সমাবেশে বিশ^বিদ্যালয় সভাপতি তুষার কিবরিয়া বলেন, “ বঙ্গবন্ধু হত্যার মধ্যদিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বন্ধ হয়ে যায়।১৯৮১ সালের ১৭ ই মে গনতন্ত্রের মানসকণ্যা ও জননেত্রী শেখ হাসিনার দেশে আসার মধ্যদিয়ে সেই স্বপ্ন আবার আশা মুখ দেখে।ইতোমধ্যেই তাঁর নেতৃত্বে দেশ অনেক দুন এগিয়ে যাচ্ছে বলেও অভিমত প্রকাশ করেন তিনি ”। এছাড়াও সকাল ১১ টায় বিশ^বিদ্যালয়ের বঙ্গবন্ধু পরিষদের উদ্যোগে এক আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে শাখা পরিষদের আহবায়ক অধ্যাপক ড. হাফিজুর রহমান (সেলিম)’এর সভাপতিত্বে ও কার্যকরী সদস্য রসায়ন বিভাগের শিক্ষক নুরুজ্জামান খানের সঞ্চালনায় এতে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন গাজী মাজহারুল আনোয়ার, কার্যকরী সদস্য অবিনাশ চন্দ্র সরকার ও জোবায়ের ইবনে তাহের। এছাড়াও সদস্য সচিব মশিউর রহমান, বিপুল কবির প্রমূখ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় বক্তারা এ দিনটিকে গনতন্ত্রের জন্য শুভ দিন হিসেবে আখ্যায়িত করে মাননীয় প্রধানমন্ত্রীর দীর্ঘজীবন কামনা করেন।