পীরগঞ্জে মিঠিপুর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতির নামে মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2017/05/rangpur_16.html
মামুনুর রশিদ মেরাজুল ,নিজস্ব প্রতিনিধি:
সোমবার পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়ন আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে স্থানীয় চৌরাস্তা মোড়ে ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি কামরুজ্জামান লাজুর নামে ষড়যন্ত্র হয়রানি মিথ্যা মামলা দায়ের ও তার নি:শর্ত মুক্তির দাবীতে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। ইউনিয়ন আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও বর্তমান চেয়ারম্যান এসএম ফারুক আহমেদের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিনিয়র সহ-সভাপতি শহিদুল ইসলাম লুলু, আওয়ামীলীগ নেতা হামিদুর রহমান মঞ্জু, রোস্তম আলী, সেচছা সেবকলীগের সভাপতি জয়নুল আবেদীন সহ আরো অনেকে। বক্তারা বিএনপি জামায়াত নেতার ষড়যন্ত্রে উদীয়মান নেতার নামে মিথ্যা মামলা দায়ের করার পর দীর্ঘ একমাস যাবত জেল হাজতে রয়েছেন। অবিলম্বে মামলাটি পুন: তদন্ত করে প্রকৃত দোষী ব্যক্তিদের আসামী করার আহ্বান জানান। এছাড়াও উক্ত নেতাকে আগামী সাত দিনের মধ্যে নি:শর্ত মুক্তি না দিলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষনা করা হয়।