শিশুবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা রংপুরে
https://www.obolokon24.com/2017/05/rangpur_10.html
এস.কে.মামুন
জেলা প্রশাসনের আয়োজনে গালর্স এ্যাডভোকেসী এ্যালায়েন্স প্রজেক্ট ও প্রøান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় শিশুবিবাহ প্রতিরোধে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দিনব্যাপী এ মতবিনিময় সভা জেলা প্রশাসকের হলরুমে অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রংপুরের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক রুহুল আমিন মিঞা। জেলা সমাজসেবার উপ-পরিচালক আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্লান ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর ডিভিশনাল ম্যানেজার আব্দুল কুদ্দুছ, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কাওসার পারভিন, রংপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা আলী আশরাফ। এসময় বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা ইমরান মিঞা, ডিবি রংপুরের ওসি জাহিদুল ইসলাম, উপস্থাপিকা ও প্রশিক্ষক রেজিনা সাফরিন, বিশিষ্ট নারী নেত্রী ইরা হক, মহিলা কাউন্সিলর জাফরিন ইসলাম রিপা প্রমুখ। মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য রাখেন ল্যাম্বের প্রগ্রাম ম্যানেজার বাপন মানকিন। পুরো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ল্যাম্বের ডিভিশনাল কো-অর্ডিনেটর রেহেনা বেগম। মতবিনিময় সভায় বাল্যবিবাহ প্রতিরোধে মাঠ পর্যায়ে কি কি প্রতিবন্ধকতা ও কি সুপারিশ তা তুলে ধরা হয়। এতে বিবাহ রেজিস্টার কাজী, মৌলভী, জনপ্রতিনিধি, ফিল্ড পর্যায়ে কর্মরত ভোলান্টিয়ার, সমাজসেবা, সিভিল সার্জনের প্রতিনিধিসহ বিভিন্ন স্তরের প্রতিনিধি অংশ নেয়।