জাল টাকাসহ নীলফামারীর র‌্যাবের হাতে একজন আটক

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১১ মে॥
জাল টাকাসহ আশরাফুল ইসলাম (৩০) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পের সদস্যরা।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে পঞ্চগড় জেলা সদরের হাফিজাবাদ ইউনিয়নের পুকুরীডাঙ্গা বাজারের আদর্শ ডিজিটাল স্টুডিও থেকে তাকে আটক করে। সে ওই ইউনিয়নের আমবাড়ি গ্রামের মৃত. রমজান আলীর ছেলে।
বিকেল সাড়ে চারটার দিকে র‌্যাব-১৩ নীলফামারী ক্যাম্পে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ক্যাম্পের কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আবুল কাশেম জানান, গোপন সংবাদের ভিত্তিতে সহকারী পুলিশ সুপার শাহীনুর কবিরের নেতৃত্বে একটি অভিযানিক দল ওই স্থানে অভিযান চারিয়ে এক হাজার ১০৬টি এক হাজার টাকার ১১ লক্ষাধিক জাল নোটসহ আশরাফুল ইসলামকে আটক করা হয়। এসময় জাল টাকা তৈরীর কাজে ব্যবহৃত সরঞ্জাম ও পাঁচটি মোবাইল ফোন সেট জব্দ করা হয়। স্টুডিওর মালিক একই গ্রামের আব্দুল মজিদের ছেলে লিটনকে (৩২) পাওয়া যায়নি। তারা দীর্ঘদিন ধরে জাল টাকা তৈরী করে নিজ হেফাজতে রেখে জাল টাকার ব্যবসা করে আসছিল বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।
ক্যাম্পের কমান্ডার আবুল কাশেম বলেন, মামলা দায়েরের পর পঞ্চগড় থানায় আশরাফুলকে হস্তান্তর করা হবে। #

পুরোনো সংবাদ

নীলফামারী 536882649583137338

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item