তেঁতুলিয়ায় কালান্দিগছ সরঃপ্রাঃবিদ্যালয়ে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ৩ লাখ টাকা আত্মসাতের অভিযোগে এলাকাবাসীর বিক্ষোভ। বাসভবন ঘেরাও

মুহম্মদ তরিকুল ইসলাম,তেঁতুলিয়া প্রতিনিধিঃ
তেঁতুলিয়া উপজেলার কালান্দিগছ সরকারি প্রাঃবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মোছা: নারগিছ আক্তার জাহানর বিরুদ্ধে বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ্য প্রহরী পদে একাধিক চাকুরী প্রত্যাশীদের নিকট থেকে ৩ লাখ টাকা হাতিয়ে নিয়ে সমুদ্বয় টাকা আত্মসাৎ করার গুরুতর অভিযোগ পাওয়া গেছে। অভিযোগে জানা যায়, সরকারি প্রাঃ বিদ্যালয়ের দপ্তরী কাম নৈশ্য প্রহরী পদে আউটসোর্সিং-এর মাধ্যমে জনবল নিয়োগ করার জন্য গত ২০১২ইং ০৫.৪৭.৭৭৯০.০০০.০৬.০১১.১২-৬৪ নং স্মারকের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ঢাকা ০৯/১২/২০১২ইং প্রথম ধাপে তেঁতুলিয়া উপজেলার ১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয় উক্ত পদের জন্য লোক নিয়োগের নির্দেশ দিলে কালান্দিগছ সরঃপ্রাঃবিদ্যালয়ের প্রধান শিক্ষিকা একই পদের বিপরীতে পতœীপাড়া গ্রামের মো: মনির হোসেন পিতা- মো: মনছুর আলীর নিকট থেকে ১ লাখ ৬০ হাজার, একই গ্রামের রুস্তম আলী পিতা- মজিবর রহমান-এর নিকট থেকে ৬৬ হাজার ও প্রাণজোত গ্রামের সাহেব আলী পিতা-মৃত মুক্তিযোদ্ধা হাসান আলীর নিকট থেকে ৬০ হাজার টাকা চাকরী দেয়ার কথা বলে কৌশলে হাতিয়ে নেয়। পরবর্তীতে তাদের উক্ত পদে চাকুরী না হওয়ায় তারা প্রধান শিক্ষিকার নিকট উৎকোচের টাকা ফেরৎ চাইলে তিনি দিব দিচ্ছি বলে কালক্ষেপন করে আসার এক পর্যায়ে গত ৩এপ্রিল/১৪ইং চাকরী বঞ্চিত রুস্তম আলী পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য (এমপি) ও তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বরাবরে উৎকোচ গ্রহন ও প্রতারণার একটি অভিযোগ করেন। অপরদিকে উক্ত স্কুলের প্রধান শিক্ষিকা নারগিছ আক্তার জাহান এর বিরুদ্ধে সেচ্ছাচারিতা, বিদ্যালয়ের আসবাবপত্র, ৭টি সেলিং ফেন ও নিয়ম বর্হিভুত বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও হাজিরা খাতায় স্বাক্ষর ৫ম শ্রেণি শিক্ষার্থীদের গণিত ক্লাস না নেয়া, অফিসের নাম করে বিদ্যালয়ে অনুপস্থিত থেকে নিজের কাজে ব্যস্ত থাকা ম্যানেজিং কমিটির সভাপতিসহ কাউকে তোয়াক্কা না করা, শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা আত্মসাৎ করার অভিযোগ এনে গত ২ সেপ্টেম্বর/১৫ ইং তারিখের এলাকাবাসি গণস্বাক্ষরিত জেলা প্রাথমিক শিক্ষা অফিসার বরাবরে একটি অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে জেলা শিক্ষা অফিসার তদন্ত করে ঘটনা সত্যতা পাওয়ার পর গত ১৪ জানুয়ারী/১৩ ইং তারিখ বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয় প্রাথমিক শিক্ষা রংপুর বিভাগ রংপুর ডিডি/প্রায়/রবিরং/প্রশাঃবদলী/৮১/১ নং স্বারকের পত্র মোতাবেক প্রশাসণিক কারণে নারগিছ আক্তার জাহানকে কালান্দিগছ সর:প্রা:বিদ্যা:থেকে জামুড়ীগুড়ি সর:প্রা:বিদ্যালয়ে বদলী করলেও তিনি নতুন কর্মস্থলে যোগদান না করে বহাল তবিয়তে কালান্দিগছ সর:প্রা:বিদ্যালয়ে প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করে আসছেন। কিন্তু তিনি অধ্যাবধি চাকরী প্রত্যাশীদের উৎকোচের টাকা ফেরৎ না দেওয়ায় এলাকাবাসি ও অভিভাবক মহল ক্ষুব্দ হয়ে গত ৬ এপ্রিল/১৭ইং বিকালে চাকরী দেয়ার নামে আত্মসাৎকৃত টাকা আদায়ের জন্য প্রধান শিক্ষিকার বাসভবন অবরোধ করে রাখে। এ ঘটনায় প্রধান শিক্ষিকার নিকট জানতে চাইলে তিনি বলেন, একটি স্বাধীন দেশে নিজ বাড়িতে বসবাস করা সত্ত্বেও রাতের অন্ধকারে এলাকার লোকজন লাঠি-সঠা হাতে নিয়ে আমার বাড়িঘরে হামলা করায় ঘরের আসবাবপত্র তছনছ করে হুমকি প্রদর্শন করে চলে যায়। আমার কাছে তারা কোন টাকা পায়না সব টাকা দিয়ে দিয়েছি। তৎক্ষণাত পরিস্থিতি সামলাতে স্থানীয় আওয়ামী লীগ নেতা নুরুল ইসলাম লালু মেম্বারের আশ্বাসে এলাকাবাসি তাদের অবরোধ তুলে নেয়। তারা প্রধান শিক্ষিকা চাকুরী দেয়ার নামে ৩ জন প্রার্থীর নিকট থেকে ৩ লাখ টাকা আত্মসাৎ করায় ক্ষোভ প্রকাশ করেন। এ ব্যাপারে উক্ত বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মো: জমির আলীর সাথে কথা বললে তিনি জানান, প্রধান শিক্ষিকা মূলত মুক্তিযোদ্ধার সন্তান হওয়ায় সে এ সমস্ত কর্মকান্ডে জড়িত থাকলেও ব্যবস্তা নেয়া যাচ্ছে না। তবে তাদের টাকা ফেরৎ দেয়ার জন্য উর্ধ্বতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 6427785323848133034

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item