পঞ্চগড়ের ফুলজান নামে এক গৃহ বধু নির্যাতনের স্বীকার
https://www.obolokon24.com/2017/05/panchagar_6.html
মোঃ তোতা মিয়া, পঞ্চগড় জেলা প্রতিনিধি:
দিনাজপুর দেওতর গ্রামের মোঃ মনসুর আলীর ছেলে মোঃ মাহমুদুল হাসান (২৮), এর সাথে প্রেম সম্পর্কে জের ধরে পঞ্চগড়ের হাড়িভাষা ইউনিয়নের ভোজারী পাড়ার মৃত মফিজুল এর মেয়ে মোঃ ফুলজান (২২) এর সাথে ৮ বছর পূর্বে বিয়ে হয়। বিয়ে হওয়ার পর থেকেই যৌতুকের দাবিতে ফুলজানের উপর তার স্বামীর পরিবারের সকলেই শারীরিক ও মানুষিক নির্যাতন করে আসছে। এই সব নির্যাতন সহ্য করে ফুলবানু তার স্বামীর সংসার করে আসছে। এখন ফুলজানের একটি ছেলেও আছে যার বয়স ৭ বছর। এমতাবস্থায় লম্বট মাহমুদুল হাসান আরেক মেয়ের সাথে পরকীয়ায় জরানোর কারণে গত রবিবার তাকে অমানুষিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয়। তার পর ফুলজানের অভিভাবক তার শরীরে নির্যাতনের আঘাত দেখে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করেন। ফুলজানের শারীরিক অবস্থার উন্নতি হলে হাসপাতাল থেকে বাসায় নিয়ে আসা হয়। পরে লম্পট মাহমুদুল হাসানকে তার স্ত্রী ফুলজানকে নিয়ে যেতে বললে মাহমুদুল হাসান বলে তাকে আর কখনো স্ত্রী হিসেবে গ্রহণ করবো না। এই বিষয়টি নিয়ে ফুলজানের আত্মিয় স্বজন ও অভিভাবকরা এই বিষয়ের কর্তৃপক্ষদের কাছে স্ত্রীর দাবি নিয়ে ধরনা দিয়ে বেড়াচ্ছেন। সমাজে বিভিন্ন মানবাধিকার সহ অনেকের দুয়ারে বিচারে দাবিতে ধরনা দিয়েও ফুলজানের কোন গতি হলো না। জানা গেছে শেষ পর্যন্ত বিষয়টি মামলার প্রকৃয়াধীন রয়েছে।