পঞ্চগড়ের বোদায় দুই ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত



সাইদুজ্জামান রেজা,পঞ্চগড় প্রতিনিধিঃ

পঞ্চগড়ে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই হেলপার। আজ বুধবার (১৭ মে) সকাল ১১টার দিকে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদায় আরডিআরএস অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পঞ্চগড়-ঢাকা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।


নিহতরা হলেন- বগুড়া জেলার মোকামতলা আলচন্দ্রপুর এলাকার আব্দুস সালামের ছেলে ট্রাক চালক আলম মিয়া (৪০) ও ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ট্রাক চালক মুসা মিয়া (৫০)। আহত হয়েছেন ঝিনাইদহ এলাকার সোহাগ (২৫) ও তবারউদ্দিন (৫০)। তাদের বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে টমেটো বোঝাই একটি ট্রাক (বগুড়া ট ১১-০৬৮১) বগুড়া যাচ্ছিলো। একই দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক (ঝিনাইদহ থেকে আসা) থেকে আসা একটি ট্রাকের (ঝিনাইদহ ট ১১-০৩৮৬) সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই চালক নিহত হয়।  খবর পেয়ে পঞ্চগড়, বোদা ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের তিনটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়।


ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বোদা সাব স্টেশনের স্টেশন ম্যানেজার মো. নজরুল ইসলাম জানান, এক ঘণ্টা চেষ্টার পর নিহত ও আহতদের উদ্ধার করা হয়। এসময় উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ ছিল। শত শত উৎসুক লোকজন ভিড় করে। এক ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম দুর্ঘটনার কথা স্বীকার করেন। তিনি জানান, ঘটনাস্থলেই দুই চালক নিহত হন।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 2016828932019057029

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item