পঞ্চগড়ের বোদায় দুই ট্রাকের সংঘর্ষে দুই চালক নিহত
https://www.obolokon24.com/2017/05/panchagar_44.html
সাইদুজ্জামান রেজা,পঞ্চগড় প্রতিনিধিঃ
পঞ্চগড়ে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। আহত হয়েছেন দুই হেলপার। আজ বুধবার (১৭ মে) সকাল ১১টার দিকে পঞ্চগড়-ঢাকা মহাসড়কের বোদায় আরডিআরএস অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পঞ্চগড়-ঢাকা মহাসড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতরা হলেন- বগুড়া জেলার মোকামতলা আলচন্দ্রপুর এলাকার আব্দুস সালামের ছেলে ট্রাক চালক আলম মিয়া (৪০) ও ঝিনাইদহ জেলার শৈলকুপা উপজেলার ট্রাক চালক মুসা মিয়া (৫০)। আহত হয়েছেন ঝিনাইদহ এলাকার সোহাগ (২৫) ও তবারউদ্দিন (৫০)। তাদের বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, পঞ্চগড় থেকে টমেটো বোঝাই একটি ট্রাক (বগুড়া ট ১১-০৬৮১) বগুড়া যাচ্ছিলো। একই দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে সাইড দিতে গিয়ে বিপরীত দিক (ঝিনাইদহ থেকে আসা) থেকে আসা একটি ট্রাকের (ঝিনাইদহ ট ১১-০৩৮৬) সঙ্গে এর মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই চালক নিহত হয়। খবর পেয়ে পঞ্চগড়, বোদা ও ঠাকুরগাঁও ফায়ার সার্ভিসের তিনটি টিম ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ চালায়।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বোদা সাব স্টেশনের স্টেশন ম্যানেজার মো. নজরুল ইসলাম জানান, এক ঘণ্টা চেষ্টার পর নিহত ও আহতদের উদ্ধার করা হয়। এসময় উভয়পাশে যানবাহন চলাচল বন্ধ ছিল। শত শত উৎসুক লোকজন ভিড় করে। এক ঘন্টা পর যানবাহন চলাচল স্বাভাবিক হয়।
বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নুরুল ইসলাম দুর্ঘটনার কথা স্বীকার করেন। তিনি জানান, ঘটনাস্থলেই দুই চালক নিহত হন।