পঞ্চগড়ে হারানো কন্যা শিশুর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার

মোঃ সাইদুজ্জামান রেজা, পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ে আশামনি(৪) নামে এক কন্যা শিশুর ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়েছে। আজ বুধবার বিকেলে সদর উপজেলার তুলার ডাংগা গ্রামে শিশুটির লাশ দেখতে পায় এলাকাবাসী। আশামনি ওই এলাকার আশরাফুল ইসলামের একমাত্র কন্যা।
শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়,গতকাল মঙ্গলবার দুপুরের পর থেকে আশামনিকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। গ্রামবাসী ও অভিভাবক খুঁজা খুজি করেও কোন খোঁজ না পেয়ে জনৈক কবিরাজ (গনক) নিয়ে আসে ।কবিরাজ জানান, শিশুটিকে জ্বিনে হত্যা করে লুকিয়ে রেখেছে। যে কোন মহুর্তে লাশ বাড়িতে পৌছে দিবে। কবিরাজের এসব কথায় এলাকায় কৌতুহলের সৃষ্টি হয় এবং আজ বিকেল বেলা প্রতিবেশীর বাড়ির পিছনে হঠাৎ শিশুটির লাশ দেখতে পায় প্রতিবেশীরা এবং এসময় শিশুটির শরীর গলা সহ বিভিন্ন অংশে ক্ষত চিহ্ন দেখা যায়। সাথে সাথে শিশুটিকে পঞ্চগড় সদর হাসপাতালে নিয়ে আসে। কর্তব্যরত ডাক্তার শিশুটি মৃত বলে জানান।শিশুটির দাদা ছামাদ মিস্ত্রির সাথে কথা বললে তিনি নির্বাক চোখে চেয়ে থাকেন তিনি কোন কথা বলতে পারেন নি। প্রতিবেশী শহিদুল ও আনোয়ার হোসেন জানান শিশুটিকে জ্বিনে হত্যা করেছে।তবে অধিকাংশ এলাকাবাসী শিশুটিকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে।কবিরাজের কথার সঙ্গে ঘটনার মিলকে কাকতালীয় বলে তারা মনে করেন।পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বললে তিনি জানান আমরা খবর পেয়েছি বিষয়টি গুরুত্ব দিয়ে দেখছি।

পুরোনো সংবাদ

পঞ্চগড় 8802006304334510757

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item