ডোমারে ট্রেনের ধাক্কায় প্রতিবন্ধী শিশু নিহত
https://www.obolokon24.com/2017/05/nilphamari_85.html
আনিছুর রহমান মানিক,ডোমার(নীলফামারী) প্রতিনিধি>>
নীলফামারী ডোমারে ট্রেনের ধাক্কায় সাকিলা ইয়াছমিন(৮) নামক এক প্রতিবন্ধী শিশু নিহত হয়েছে। ৩ মে বুধবার সকাল ৮টায় চিলাহাটি হতে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সাথে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাকডোকরা মাইলবাসা রেলঘুন্টির দক্ষিনে এঘটনাটি ঘটে। প্রদক্ষদর্শী আব্দুর রহিমের ছেলে রাজু জানান, সাকিলা রেল লাইনের উপর হতে গাছে পাখির বাসায় ঢিল ছুড়ছিল হঠাৎ ট্রেনটি এসে তাকে ধাক্কা মারে এবং ঘটনা স্থলে সে মারা যায়। এলাকাবাসী জানান, মেয়েটি বাগ প্রতিবন্ধী ও বধির। নিহত সাকিলা ইয়াছমিন বাগডোকরা বসুনিয়া পাড়া এলাকার সফিকুল ইসলামে কন্যা ও বসুনিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী।
নীলফামারী ডোমারে ট্রেনের ধাক্কায় সাকিলা ইয়াছমিন(৮) নামক এক প্রতিবন্ধী শিশু নিহত হয়েছে। ৩ মে বুধবার সকাল ৮টায় চিলাহাটি হতে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেনের সাথে উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাকডোকরা মাইলবাসা রেলঘুন্টির দক্ষিনে এঘটনাটি ঘটে। প্রদক্ষদর্শী আব্দুর রহিমের ছেলে রাজু জানান, সাকিলা রেল লাইনের উপর হতে গাছে পাখির বাসায় ঢিল ছুড়ছিল হঠাৎ ট্রেনটি এসে তাকে ধাক্কা মারে এবং ঘটনা স্থলে সে মারা যায়। এলাকাবাসী জানান, মেয়েটি বাগ প্রতিবন্ধী ও বধির। নিহত সাকিলা ইয়াছমিন বাগডোকরা বসুনিয়া পাড়া এলাকার সফিকুল ইসলামে কন্যা ও বসুনিয়া পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেনীর ছাত্রী।