নীলফামারীতে বউ-শাশুড়ি সমাবেশ

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৯ মে॥
নীলফামারীতে নিরাপদ মাতৃত্ব দিবসটির লক্ষ্যে বউ শাশুড়ি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার জেলা সদরের রামনগর ইউনিয়নের রামনগর কমিউনিটি ক্লিনিক এবং টুপামারী ইউনিয়নের কিষামত দোগাছী কমিউনিটি ক্লিনিকে পৃথকভাবে দিনব্যাপী ওই সমাবেশ অনুষ্ঠিত হয়।
দাতা সংস্থা গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ ও  লুথারেন এইড টু মেডিসিন ইন বাংলাদেশ (ল্যাম্ব) স্ট্র্যান্দেনিং হেলথ আউটকামস ফর উইমেন এ- চিলড্রেন (শো) প্রকল্প সমাবেশের আয়োজন করে।
সকালের দিকে উদ্বোধনী অনুষ্ঠানে রামনগর কমিউনিটি ক্লিনিকে সভাপতিত্ব করেন সিএইচসিপি (কমিউনিটি হেলথ ক্লিনিক প্রোপাইটর) সেলিনা আক্তার ও দোগাছি কমিউনিটি ক্লিনিকের সমাবেশে সভাপতিত্ব করেন সিএইচসিপি শরীফা নুরজাহান।
এসময় বক্তৃতা দেন ল্যাম্ব সংস্থার প্রকল্প ব্যবস্থাপক ডা. এএফএম মোস্তফা সরকার, সহকারী প্রকল্প ব্যবস্থাপক লিটন বালা, সমন্বয়কারী অমর ডি কস্টা, সুভাশিষ সরকার প্রমূখ।
সমন্বয়কারী অমর ডি-কস্টা জানান, নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করতে গর্ভকালীন সময়ে বউ-শাশুড়ির সুসম্পর্ক গড়ে তোলার লক্ষ্যে ওই সমাবেশের আয়োজন করা হয়। এর আগে গত রবিবার জেলার অন্যান্য ইউনিয়নে বউ-শ্বাশুড়ি সমাবেশ অনুষ্ঠিত হয়। এসব সমাবেশ অনুষ্ঠানে সার্বিক সহযোগীতা করেন সিভিল সার্জন আব্দুর রশীদ।

পুরোনো সংবাদ

নীলফামারী 678174521707790854

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item