ডিমলা ডালিয়ায় আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত
https://www.obolokon24.com/2017/05/nilphamari_63.html
জাহাঙ্গীর আলম রেজা,ডিমলা (নীলফামারী) প্রতিনিধি ঃ
‘‘মালিক শ্রমিক গড়ব দেশ এই সুন্দও বাংলাদেশ, দুনিয়ার মজদুর এক হও এক হও’’ এই শ্লোগনকে সামনে রেখে নীলফামারী ডিমলা উপজেলা ৭নং খালিশা চাপানী ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদের আয়োজনে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস পালিত হয়।
খালিশা চাপানী ইউনিয়ন শ্রমিক ঐক্য পরিষদের সভাপতি ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মোঃ সোহরাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি উপস্থিত ছিলেন খালিশা চাপানী ইউপি চেয়ারম্যান আতাউর রহমান।
অনুষ্ঠানের প্রথম প্রহরে জাতীয় পতাকা ও সাংগঠনিক পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সুচনা ঘোষনা করা হয়, এর পর একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে ডালিয়ার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে হাইওয়ে রোড সংলগ্ন বর্টতলীতে এসে পথ সভায় মিলিত হয়।
সভায় মহান আন্তর্জাতিক ১লা মে দিবস উপলক্ষে বক্তব্য রাখেন ইউপি চেয়ারম্যান আতাউর রহমান, সভাপতি সোহরাফ হোসেন, আওয়ামী লীগ সাধারন সম্পাদক তানজিদুর রহমান, কার্যকারী সদস্য মাহবুল ইসলাম, জেলা ট্রাক চালক শ্রমিক ইউনিয়ন সভাপতি আজিমুদ্দিন, ইমারত নির্মান শ্রমিক কল্যাণ ইউনিয়ন সভাপতি ইউপি সদস্য মোফাজ্জল হোসেন মোফা প্রমূখ।