নীলফামারীতে এক লাখ টাকার অনুদান প্রদান
https://www.obolokon24.com/2017/05/nilphamari_5.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৫ মে॥
সড়ক দূর্ঘটনায় নিহত নীলফামারী সদরের পলাশবাড় ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারের উদ্যোক্তা আনারুল ইসলামের বিধবা স্ত্রীরোখসানা বেগমকে এক লাখ টাকার অনুদান প্রদান করেছে অন্যান্য ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রের উদ্যোক্তাগণ। শুক্রবার বিকেলে জেলা সদরের পলাশবাড়ি ইউনিয়নের আরাজি ইটাখোলা গ্রামের বাড়িতে গিয়ে এই অনুদান প্রদান করেন তারা।এসময় সেখানে অনুষ্ঠিত এক শোকসভায় বক্তব্য রখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মোহাম্মদ বেলায়েত হোসেন, পলাশবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমতাজ আলী প্রামানিক, বাংলাদেশ ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রের উদ্যোক্তা ফোরামের সভাপতি হাসিম উদ্দিন, সহসভাপতি আরিফুল ইসলাম, সদস্য আব্দুল আল মামুন, মাহাতাব উদ্দিন, আব্দুল কাদের প্রমুখ। সভায় সভাপত্বি করেন নীলফামারী জেলা ইউনিয়ন ডিজিটাল কেন্দ্রের উদ্যোক্তা ফোরামের সভাপতি আজাহারুল ইসলাম।
উল্লেখ্য গত ১৯ এপ্রিল দুপুরে কর্মস্থল থেকে মোটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে ইউনিয়ন পরিষদের অদুরে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছিল আনারুল ইসলাম। তার পরিবারে স্ত্রী ও দুই বছর এক ছেলে সন্তান রয়েছে। #