নীলফামারী জেলা ছাত্রলীগের নতুন কমিটিকে বরনে আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ
https://www.obolokon24.com/2017/05/nilphamari_43.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ৩ মে॥
নীলফামারী জেলা ছাত্রলীগের নবগঠিত কমিটির সদস্যদের বরন করে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে ছয় উপজেলা শাখা ছাত্রলীগ। আজ বুধবার বিকালে নতুন কমিটির সভাপতি ও সাধারন সম্পাদক ঢাকা হতে ট্রেনে নীলফামারী এসে নামলে তাদের স্টেশনে ফুলের মালা দিয়ে বরন করে নেয় কর্মীরা। এরপর স্টেশন হতে আনন্দ মিছিল সহ প্রধান সড়ক দিয়ে হেটে নেতাকর্মীরা চৌরঙ্গী মোড়ে দলীয় কার্যালয়ে এসে সমবেত হয়। সেখানে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর ছবিতে বাংলাদেশ ছাত্রলীগ নীলফামারী জেলা শাখার পক্ষ থেকে শ্রন্ধাঞ্জলি হিসেবে পুষ্পমাল্য অর্পন করেন নবাগত কমিটি। সেই সময় সেখানে উপস্থিত সকলের মাঝে মিষ্টি বিতরণের আয়োজন করা হয়। বরন অনুষ্ঠানে জেলার ছয় উপজেলার ছাত্রলীগের নেতাকর্মী ছাড়াও ইউনিয়ন পর্যায়ের নেতকর্মীরা অংশ নেয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেনঃ- জেলা সেচ্ছা সেবক লীগের সাধারন সম্পাদক দীপক চক্রবর্তী, জেলা ছাত্রলীগ কর্মী রাসেল আমিন স্বপন, ডিমলা ছাত্রলীগের সভাপতি আবু সায়েম, ডোমার ছাত্রলীগের সাধারন সম্পাদক মাসুম, জলঢাকা ছাত্রলীগের সভাপতি নলনি বিশ্বাস জয়, সাধারন সম্পাদক সফিকুল গনি সপন, কিশোরীগঞ্জ ছাত্রলীগের সভাপতি আব্দুল হালিম, সাধারন সম্পাদক মিসবুল্লাহ রহমান ডালিম প্রমুখ।
উল্লেখ যে, গত শনিবার (২৯ এপ্রিল) দীর্ঘ তিন বছর পর নীলফামারী জেলা ছাত্রলীগের বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলন শেষে গত সোমবার (১ মে) রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে মনিরুল হক শাহ আপেলকে সভাপতি ও সাধারন স¤পাদক হিসেবে মাসুদ সরকারের নাম ঘোষনা করে।কমিটির অন্য সদস্যরা হলো- সহ সভাপতি জাহাঙ্গীর ওয়ার্সী, সানোয়ার কবীর পাপ্পু, হোসেন রেজা শামীম ও আল শাহরিয়ার শাকিল। যুগ্ম সাধারন স¤পাদক যথাক্রমে জুবায়ের হোসেন জীম, সুমনা চক্রবর্তী ও শাহাদাত হোসেন নসীব। এবং তুষার আহমেদকে সাংগঠনিক স¤পাদক ঘোষনা করা হয়েছে। কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারন স¤পাদক এস.এম জাকির হোসাইন স্বাক্ষরিত এই কমিটি আগামী এক বছরের জন্য বলবৎ থাকবে।
এর আগে গত শনিবার (২৯ এপ্রিল) নীলফামারী শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত হওয়া জেলা সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী সদর আসনের সংসদ সদস্য সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি হিসেবে নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা, জেলা আওয়ামী লীগ সভাপতি দেওয়ান কামাল আহমেদ, সাধারণ স¤পাদক এ্যাড. মমতাজুল হক বক্তব্য রাখেন।
জেলা ছাত্রলীগ সাবেক সভাপতি সজল কুমার ভৌমিকের সভাপতিত্বে সম্মেলনের উদ্বোধন করেন কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ। জেলা সাধারণ স¤পাদক নোহেল রানার সঞ্চালনায় সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় সাধারণ স¤পাদক এস. এম জাকির হোসেন।
এছাড়া বিশেষ বক্তা হিসেবে ছাত্রলীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ স¤পাদক দিদার মোহাম্মদ নিজামুল ইসলাম, সাংগঠনিক স¤পাদক শাহজালাল, সহ স¤পাদক রুহুল আমিন, কেন্দ্রীয় উপ-সাহিত্য বিষয়ক স¤পাদক সরকার ফারহানা আকতার সুমি, উপ-ত্রাণ বিষয়ক স¤পাদক আজিজুল আলম মৃধা, উপ-বিজ্ঞান বিষয়ক স¤পাদক আনিসুজ্জামান আনিস উপস্থিত ছিলেন। #