নীলফামারীতে ভাড়াটিয়াদের তথ্য সংগ্রহ করছে পুলিশ

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২ মে॥
নীলফামারীতে বাসাবাড়িতে ভারাটিয়াদের তথ্য সংগ্রহের কাজ শুরু করেছে পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে শহরের প্রগতিপাড়ায় বাড়িতে স্টিকার লাগিয়ে ওই তথ্য সংগ্রহের আনুষ্ঠানিক উদ্বোধন করেন পুলিশ সুপার জাকির হোসেন খান।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার অশোক কুমার পাল, সদর থানার পরিদর্শক বাবুল আকতার, পরিদর্শক (তদন্ত) জহুরুল ইলাম, উপ-পরিদর্শক হারিছুর রহমান প্রমুখ।
পুুলিশ সুপার জাকির হোসেন খান বলেন, জঙ্গীরা যাতে গোপনে আস্তানা গাড়তে না পারে সে লক্ষ্যে জেলার প্রতিটি বাড়ির তথ্য সংগ্রহ করা হচ্ছে। পাশাপাশি যেসব বাড়িতে ভাড়াটিয়া আছে তাদের তথ্য সংগ্রহ করে প্রতিটি এলাকা একজন কর্মর্তার নজনদারিতে রাখা হচ্ছে।’
তিনি জানান, প্রতিটি বাড়িতে জেলা পুলিশের একটি স্টিকার লাগানো হচ্ছে। তাতে বাড়িওয়ালার নাম, মোবাইল নম্বর, ভাড়াটিয়া পরিবারের সংখ্য ও লোকসংখ্যা এবং ওই এলকাকার দায়িত্বপ্রাপ্ত পুলিশ কর্মকর্তার নাম ও মোবাইল নম্বর লেখা রয়েছে ওই স্টিকারে। জেলা শহরে আড়াই হাজার, জেলার সৈয়দপুর উপজেলা শহরে পাঁচ হাজারসহ জেলার ছয় উপজেলায় ১০ হাজার ভাড়াটিয়া আছে বলে জানান তিনি।

পুরোনো সংবাদ

নীলফামারী 8242193995109677832

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item