নীলফামারীতে ছাত্র ইউনিয়নের মানববন্ধন

ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ২৯ মে॥
  উচ্চ আদালত থেকে ভাস্কর্য অপসারণের প্রতিবাদ, ছাত্র ইউনিয়ন ও উদীচী শিল্পী গোষ্ঠির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছে জেলা ছাত্র ইউনিয়ন। আজ সোমবার বেলা ১১টায় শহরের চৌরঙ্গী মোড়ে ঘন্টাব্যাপী ওই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি কমল সরকারের সভাপতিত্বে বক্তৃতা দেন জেলা সিপিবির সাধরণ সম্পাদক শ্রীদাম দাস, জেলা উদীচী শিল্পী গোষ্ঠেীর সাধারণ সম্পাদক নারায়ন অধিকারী, বাসদ নেতা আসাদুজ্জামান, প্রভাষক মোখলেছুর রহমান, সাংস্কৃতিক কর্মী আতাউর রহমান, জেলা ছাত্র ইউনিয়নের সংস্কৃতি বিষয়ক সম্পাদক তাপস রায় প্রমুখ।
বক্তারা ভাস্কর্য অপসারণের প্রতিবাদ জানিয়ে ওই ভাস্কর্যটি পূর্বের স্থানে পুণস্থাপন, ছাত্র ইউনিয়ন ও উদীচী শিল্পী গোষ্ঠির নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলা প্রত্যাহারের দাবি জানান।
শেষে চৌরঙ্গী মোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। #

পুরোনো সংবাদ

সমাজ-সংগঠন 169852826071011807

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item