নীলফামারীতে বিশ্ব নার্স দিবস পালিত
https://www.obolokon24.com/2017/05/nilphamari_28.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৪ মে॥
‘টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে নার্সের ভূমিকা অনস্বীকার্য ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিশ্ব নার্স দিবস পালিত হয়েছে নীলফামারীতে। দিবসটি উপলক্ষ্যে নীলফামারী আধুনিক সদর হাসপাতালের নার্সিং কর্মকর্র্তাবৃন্দ আজ রবিবার সকাল ১১টার দিকে আধুনিক সদর হাসাপাতাল চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করে। শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ শেষে চৌরঙ্গী মোড় সংলগ্ন নীলফামারী নার্সিং ইনস্টিটিউট চত্ত্বরে আলোচনা সভায় মিলিত হয়।
নীলফামারী নার্সিং ইনস্টিটিউটের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাবেয়া খাতুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. আব্দুর রশীদ। এসময় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন নাসিং সুপার ভাইজার কল্পনা রাণী দাস, সিনিয়র নার্স সুরাইয়া বেগম, রিক্তা দেবনাথ, নাজমা বেগম, মার্জিনা বেগম প্রমূখ।
উল্লেখ্য, ১২ মে বিশ্ব নার্সিং দিবস পালনের দিনধার্য্য থাকলে ওই দিন শব-ই-বরাত অনুষ্ঠিত হওয়ায় ১৪ মে রবিবার দিবসটি পালনের সিদ্ধান্ত গ্রহণ করে নার্সিং ও মিডওয়াইফারী অধিদপ্তর। #