মহান মে দিবস,সৈয়দপুরে উদীচী শিল্পী গোষ্ঠীর আলোচনা সভা ও গণসঙ্গীতের আয়োজন
https://www.obolokon24.com/2017/05/nilphamari_2.html
তোফাজ্জল হোসেন লুতু,সৈয়দপুর (নীলফামারী) প্রতিনিধি:
মহান দিবস উপলক্ষে বাংলাদেশ উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার উদ্যোগে এক আলোচনা সভা ও সংগীত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।১ মে শহরের শহীদ ডা. জিকরুল হক সড়কের শহীদ স্মৃতি অম্লান চত্বরে ওই আলোচনা সভা ও গণসঙ্গীত অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে উদীচী গোষ্ঠী গোষ্ঠী সৈয়দপুর শাখার সহ-সভাপতি মো. শফিউল ইসলাম রঞ্জু সভাপতিত্ব করেন।
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে আলোচনা অংশ নেন সৈয়দপুর কলেজের অধ্যক্ষ কথাসাহিত্যিক ও গল্পকার মো. হাফিজুর রহমান হাফিজ, প্রকৌলনী নুরুজ্জামান জোয়ারদার, উদীচী শিল্পী গোষ্ঠী’র কেন্দ্রীয় সদস্য কাজী আবুল হাসনাত, মো. মাহবুব হোসেন, সাংবাদিক এম আর আলম ঝন্টু প্রমূখ।
আলোচনা সভাটি উপস্থাপনা করেন উদীচী শিল্পী গোষ্ঠীর সাধারণ সম্পাদক অপু বিশ্বাস।
পরে উদীচী শিল্পী গোষ্ঠী সৈয়দপুর শাখার শিল্পীরা গণসঙ্গীত পরিবেশন করেন।