পাঁচদফা দাবিতে নীলফামারীতে বেসরকারী শিক্ষকদের স্বারকলিপি প্রদান
https://www.obolokon24.com/2017/05/nilphamari_16.html
ইনজামাম-উল-হক নির্ণয়, নীলফামারী ১৮ মে॥
চাকুরী জাতীয়করণের পাঁচদফা দাবীতে নীলফামারীতে মিছিল ও সমাবেশ করেছে বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা। আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১ টার দিকে বাংলাদেশ শিক্ষক সমিতি নীলফামারী জেলা শাখার আয়োজনে শহরের কেন্দ্রীয় শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত সমাবেশে জেলার সকল বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীগণ অংশ গ্রহণ করেন।বাংলাদেশ শিক্ষক সমিতি নীলফামারী জেলা শাখার সভাপতি মোজাহারুল হকের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন সমিতির জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সুধীর রায়, স্বাধীনতা শিক্ষক পরিষদ জেলা শাখার সাধারণ সম্পাদক বাবু খোকা রাম রায়, বাশিস সদর উপজেলা শাখার সভাপতি উত্তম কুমার রায়, স্বাশিপ সদর উপজেলার শাখার সভাপতি রুহুল আমীন, সাধারণ সম্পাদক মৃণাল কান্তি রায়, ছমির উদ্দিন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মেজবাহুল হক, পঞ্চপুকুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল হোসেন, প্রভাষক পরিতোষ রায়, শিক্ষক কাজী দৌলতজাহান, মাহফুজুল হক, এবিএম শফিকুল ইসলাম, হরিপদ রায় প্রমুখ।
বক্তরা দাবী করে বলেন, শিক্ষা ব্যবস্থায় বৈষম্য দূরীকরণ করা না হলে বর্তমান শিক্ষাবন্ধব সরকারের পক্ষে ডিজিটাল বাংলাদেশ বিনিমার্ণে করা সম্ভব নয়। বৈষম্য দূরীকরে দেশের সকল বেসরকারি মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্র্মচারীদের চাকুরী জাতীয় করণের জন্য সরকারের প্রতি আহবান জানানো হয় সমাবেশ থেকে।
সমাবেশ শেষে বেলা দেড়টার দিকে একই দাবীতে মিছিলসহ জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবরে স্মরক লিপি প্রদান করে।
স্মারক লিপি গ্রহণের বিষয়টি নিশ্চিত করে জেলা প্রশাসক মোহাম্মদ খালেদ রহীম বলেন, বেসরকারি মাধ্যমিক শিক্ষক-কর্র্মচারীদের দাবীর স্মরকলিপি পত্রটি যথাযথ প্রক্রিয়ার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে পৌঁছানোর ব্যবস্থা নেয়া হয়েছে।