কিশোরগঞ্জে বিদ্যুতের তারে জড়িয়ে প্রধান শিক্ষক নিহত

মোঃ শামীম হোসেন বাবু, কিশোরগঞ্জ(নীলফামারী)সংবাদদাতাঃ
ম্যাজিক চুলায় বিদ্যুতায়িত হয়ে নিহত হয়েছে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার রনচন্ডি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মজিদ (৫০)। 
মঙ্গলবার সকাল ৮টার দিকে ঘটনাটি ঘটে তার নিজবাসায়। তিনি উপজেলার রনচন্ডি ইউনিয়নের দক্ষিনপাড়া গ্রামের মৃত সৈয়দ আলীর ছেলে। আইসিটিতে দক্ষ, সদাআলাপী এবং এলাকার সকলের প্রিয় প্রধান শিক্ষক আব্দুল মজিদের মর্মান্তিক এই মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছাড়া নেমে এসেছে। দুর্ঘটনায়  তার এই মৃত্যুর খবরে স্কুলের শিক্ষার্থী ছাড়াও উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা কান্নায় ভেঙ্গে পড়েন বলে জানান কিশোরগঞ্জ কেন্দ্রীয় সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফজল কাদির। মুত্যকালে তিনি এক ছেলে এক মেয়ে ও স্ত্রীসহ অসংখ্য গনগ্রাহী রেখে গেছেন।
 ঘটনার সময় স্কুলে আসার আগে প্রতিদিনের ন্যায় তিনি সকাল আটটায় বিদ্যুৎ চালিত ম্যাজিক চুলায় রান্না করার জন্য বিদ্যুতের সুইচ দিতে গেলে বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলে মারা যান। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাসুদুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 4819095519147144727

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item