কিশোরগঞ্জে অগ্নিকান্ড কমিয়ে আনতে ব্যাতিক্রমী উদ্যোগ
https://www.obolokon24.com/2017/05/kisargang_3.html
মোঃ শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ(নীলফামারী)প্রতিনিধিঃ
যদি ঘটে অগ্নিকান্ড পরিবার হয় লন্ডভন্ড, দুর্যোগ ঝুঁকি কমাতে হবে কেীশল সমুহ বলতে হবে এই শ্লোগানকে সামনে রেখে নীলফামারী দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণশাখা এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ব্যবস্থাপনায় জেলা প্রশাসনের সহযোগিতায় নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলার বাহাগিলি ইউনিয়নের নয়ানখাল স্কুল এ্যান্ড কলেজের আয়োজনে মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধির মাধ্যমে অগ্নিকান্ড হ্রাসকরণ কর্মসুচি অনুষ্ঠিত হয়েছে। গত বুধবার দুপুরে নয়ানখাল স্কুল এ্যান্ড কলেজের সভাপতি ও বাহাগিলি ইউনিয়নের চেয়ারম্যান আতাউর রহমান শাহ দুলুর সভাপতিত্বে উক্ত অনুষ্টানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এটিএম আখতারুজ্জামান নীলফামারী ত্রাণ ও পুর্ণবাসন কর্মকর্তা, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, এনামুল হক উপ সহকারী (ভারপ্রাপ্ত)পরিচালক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স নীলফামারী, মোফাখখারুল ইসলাম উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা, নয়ানখাল স্কুল এ্যান্ড কলেজের অধ্যক্ষ(ভারপ্রাপ্ত)সাইফুল ইসলাম, সহকারী প্রধান, জলিলুর রহমান। ইউপি সদস্য ও বিদ্যালয়ের ৯ শতাধিক ছাত্রছাত্রী বৃন্দ প্রমুখ।নীলফামারী জেলা ত্রান ও র্পুণবাসন কর্মকর্তা এটিএম আখতারুজ্জামান জানান, নীলফামারী জেলায় বিগত তিন বছরে কমপক্ষে তিন হাজার পরিবার অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ হয়েছে। জেলার ছয় উপজেলার মধ্যে কিশোরগঞ্জ,জলঢাকা,ও নীলফামারী সদরে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থের পরিমান বেশি হওয়ার কারনে ওই তিন উপজেলায় ভুমিকম্প, বজ্রপাত, ও অগ্নিকান্ড থেকে রক্ষা পাওয়ার জন্য বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ,জনপ্রতিনিধি,গণ্যমাণ্য ব্যাক্তিবর্গ, ও স্থানীয় বাসিন্দাদের সচেতন করতে মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এ কর্মসুচি হাতে নেওয়া হয়েছে।