কিশোরগঞ্জে গম সংগ্রহ অভিযান শুরু
https://www.obolokon24.com/2017/05/kisargang_25.html
মোঃ শামীম হোসেন বাবু,কিশোরগঞ্জ (নীলফামারী) সংবাদদাতা॥
নীলফামারী কিশোরগঞ্জ উপজেলায় চলতি মৌসুমে গম সংগ্রহ অভিযান শুরু হয়েছে।বৃহস্পতিবার দুপুরে সরকারী খাদ্য গুদামে এই সংগ্রহ অভিযানের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা পরিষদ চেয়ারম্যান রশিদুল ইসলাম। উপজেলা খাদ্য নিয়ন্ত্রক খাইরুল আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এসএম মেহেদী হাসান, কিশোরগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান আনিছুল ইসলাম আনিছ, এমপির প্রতিনিধি রেজাউল ইসলাম ফিলিপ, খাদ্য গুদাম কর্মকর্তা, ইকবাল হোসেন, রাজনেতিক নেতৃবৃন্দ সংবাদিক প্রমুখ। জানা গেছে, চলতি মৌসুমে এ উপজেলায় কৃষকদের কাছ থেকে ২৮ টাকা কেজি দরে ৯৩ মেট্রিক টন গম ক্রয় করবে সরকার। গম সংগ্রহ অভিযান চলবে, আগামী ৩০ জুন ২০১৭ পর্যন্ত।