জলঢাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
https://www.obolokon24.com/2017/05/jaldhka.html
মর্তুজা ইসলাম, জলঢাকা প্রতিনিধিঃ
"ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিক পুলিশকে সহায়তা করুন" এই শ্লোগানটিকে সামনে রেখে নীলফামারীর জলঢাকায় সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা ও উদ্বুদ্ধকরণ সভা করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার বাসটার্মিলে জেলা পুলিশের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন, অতি জেলা পুলিশ সুপার অশোক কুমার পাল, সহকারী পুলিশ সুপার (সৈয়দপুর সার্কেল) জিয়াউর রহমান জিয়া, থানা অফিসার ইনচার্জ মোস্তাফিজার রহমান, মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মজিদ, শ্রমিক নেতা শাহিনুর রহমান প্রমুখ। এসময় উপস্হিত ছিলেন শ্রমিক নেতা আমিনুর রহমান, আব্দুর রশীদ, তরিকুল ইসলাম, তহিদুল ইসলাম সহ আরো অনেকে। ট্রাফিক আইন নিয়ে আলোচনা সভার পর সচিত্র প্রতিবেদন দেখানো হয় উপস্হিত পরিবহন শ্রমিকদেরকে।