জলঢাকা পৌরসভার উদ্যোগে দরিদ্রদের মাঝে ছাগল বিতরণ
https://www.obolokon24.com/2017/05/jaldhaka_78.html
মর্তুজা ইসলাম, জলঢাকা, নীলফামারী প্রতিনিধিঃ
নীলফামারীর জলঢাকায় ছাগল পালনের মাধ্যমে দরিদ্র পরিবারের মাঝে পৌরসভার উদ্যোগে ছাগল বিতরণ করেন পৌর মেয়র ফাহমিদ ফয়সাল কমেট চৌধুরী। বৃহস্পতিবার বিকালে পৌর অফিসে নর্দান বাংলাদেশ ইন্টিগ্রেটেড ডেভলাপমেন্ট প্রজেক্ট (নবিদেপ) এর আওতায় জলঢাকা পৌর সভা কর্তৃক চজঅচ বস্তবায়নে প্রতিটি ওয়ার্ডের দরিদ্রদের মাঝে আনুষ্ঠানিক ভাবে এই ছাগল গুলো বিতরণ করা হয়। এ উপলক্ষে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন, দাদীমা এগ্রো ফার্ম লিমিটেডের এমডি সিরাজুদ্দৌলা চৌধুরী, পৌর হিসাব রক্ষক আওলাদ হোসেন, কাউন্সিল রঞ্জিৎ কুমার রায়, রহমত আলী, জিয়াউর রহমান,ফজলুল হক,আলমগীর হোসেন,হাফিজুর রহমান ও শাহাবুদ্দিন প্রমুখ। ২য় দফায় পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের দরিদ্রদের মাঝে ছাগলগুলো বিতরণ করা হয়। মেয়র জানান, এলাকার দরিদ্র পরিবারদের ছাগল পালনের মাধ্যমে স্বাবলম্বী করার জন্য এই কর্মসূচি চালু করা হয়েছে।