জলঢাকায় বৌ-শাশুড়ী সমাবেশ

মর্তুজা ইসলাম, জলঢাকা, নীলফামারী প্রতিনিধিঃ

নিরাপদ প্রসব চাই,স্বাস্থ্য কেন্দ্রে চল যাই-"এই প্রতিপাদ্যকে সামনে রেখে নিরাপদ মাতৃত্ব দিবসে নীলফামারীর জলঢাকায় বৌ-শাশুড়ীদের নিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। মাতৃত্বকালীন সময়ে বৌ-শাশুড়ীদের সুসম্পর্ক  তৈরীর লক্ষ্যে এ সমাবেশের আয়োজন করা হয়। উপজেলার ১১টি ইউনিয়ন ও একটি পৌরসভায় গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডা'র অর্থায়নে প্ল্যান ইন্টারন্যাশনাল-বাংলাদেশ এর কারিগরি সহায়তায় ল্যাম্ব-এর বাস্তবায়নাধীন শো- প্রকল্পের আওতায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। রবিবার সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বর্ণাঢ্য র‌্যালীর মধ্য দিয়ে এর আনুষ্ঠানিকতা শুরু হয়। এসময় উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডা. জেড.এ সিদ্দিকী ও ল্যাম্ব-এর টেকনিক্যাল কোঅর্ডিনেটর মোস্তাফিজুর রহমান, ফিল্ড কোঅর্ডিনেটর লিটন সরকার, সিএসবি জেসমিন আরা বেগম, লায়লা বেগমসহ কমিউনিটি ক্লিনিকের সকল কর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভায় অতিথিবৃন্দ নিরাপদ মাতৃত্বের উপর গুরুত্ব আরোপ করেন। নিরাপদ প্রসব নিশ্চিত করার জন্য গর্ভবতী মায়েদের স্বাস্থ্য কেন্দ্রে যাওয়ার পরামর্শ দেন এবং এর বিভিন্ন গুরুত্বপূর্ণ দিক তুলে ধরেন। পরে বউ-শ্বাশুড়ীদের নিয়ে কুইজ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এর আগে  দিবসটিকে সফলভাবে পালন করার জন্য ২৭ মে স্কুল কলেজের ছাত্রছাত্রীদের মধ্যে বিতর্ক প্রতিযোগিতার আয়োজন করা হয়।

পুরোনো সংবাদ

নীলফামারী 6058236544151771981

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item