জলঢাকায় বই পড়ায় পুরস্কার বিতরন
https://www.obolokon24.com/2017/05/jaldhaka_19.html
মর্তুজা ইসলাম,জলঢাকা(নীলফামারী)প্রতিনিধি:
নীলফামারীর জলঢাকায় শুক্রবার রাবেয়া চৌধুরী মহিলা মহাবিদ্যালয়ে শিক্ষার্থীদের বই
পড়ার উপর পুরস্কার বিতরন করা হয়।সকালে মহাবিদ্যালয়ের হলরুমে সহকারী
অধ্যাপক শামসুল হকের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে বিশ্ব
সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচির আওতায়' ছয়জন শিক্ষার্থীর হাতে
পুরস্কার তুলে দেন ওই প্রতিষ্ঠানের অধ্যক্ষ বিবেকানন্দ মহন্ত।পুরস্কার
প্রাপ্তরা হলেন,সুবর্না অধিকারী,হেলালী আক্তার,জেসমিন আক্তার,রুমানা
আক্তার,শতাব্দী রায় ও ইতি আক্তার। তারা সকলেই রাবেয়া চৌধুরী মহিলা
মহাবিদ্যালয়ের একাদশ শ্রেণীর শিক্ষার্থী।আলোচনা সভা ও পুরস্কার বিতরনকালীন
উপস্থিত ছিলেন সহকারী অধ্যাপক মালিহা আমিন,প্রভাষক রুহুল আজাদ,প্রভাষক
ওয়াসিকুর রহমান,মার্জিয়া সুলতানা প্রমূখ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন
সহ-গ্রন্থাগারিক বেলাল হোসেন। এর আগে অত্র মহাবিদ্যালয়ের অধ্যক্ষ বিবেকা
নন্দ মহন্তের কলেজে অধ্যক্ষ হিসেবে যোগদানের বছরপুর্তীতে ফুল দিয়ে শুভেচ্ছা
জানান প্রতিষ্ঠানের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও কর্মচারীবৃন্দ শুভেচ্ছা
জানান।