জলঢাকায় যন্ত্র বিতরণ, শস্য কর্তন ও মাঠ দিবস

মর্তুজা ইসলাম,জলঢাকা প্রতিনিধিঃ

নীলফামারীর জলঢাকায় সোমবার পাওয়ার থ্রেসার ও এলএলপি বিতরণ, নমুনা বোরো ধান কর্তন ও আইএফএম মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, জলঢাকার আয়োজনে সকালে উপজেলা পরিষদ চত্ত্বরে সমন্বিত কৃষি উন্নয়নের মাধ্যমে পুষ্টি ও খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ প্রকল্পের আওতায় উপজেলার ১২ টি দলকে ১২ টি পাওয়ার থ্রেসার ও ১২ টি এলএলপি বিতরণ করা হয়। এরপর জলঢাকা পৌরসভার বগুলাগাড়ীর ভেড়াপাড়ায় নমুনা বোরো ধান কর্তন ও সমন্বিত খামার ব্যবস্থাপনা কম্পোনেন্টের আওতায় কৃষক মাঠ স্কুলের মাঠ দিবস অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার শাহ মুহাম্মদ মাহফুজুল হকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক গোলাম মোস্তফা এমপি।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার রাশেদুল হক প্রধান, ভাইস চেয়ারম্যান ফয়সাল মুরাদ, জলঢাকা পৌরসভার মেয়র ফাহমিদ ফয়সাল কমেট। প্রধান অতিথি কৃষি ক্ষেত্রে বর্তমান কৃষক বান্ধব সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম উল্লেখ করে কৃষকদের আধুনিক কৃষি প্রযুক্তি সমূহ গ্রহনের ব্যাপারে উৎসাহ প্রদান করেন। উপজেলা নির্বাহী অফিসার উপজেলা কৃষি অফিসের কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। সভাপতি তার বক্তব্যে কৃষিতে যান্ত্রিকীকরণের গুরুত্ব তুলে ধরে কৃষি যন্ত্রপাতি ৫০% ভর্তুকীতে পাওয়ার যাওয়ার কথা এবং আধুনিক কৃষি প্রযুক্তি ও তার কলাকৌশল বর্ণনা করেন। সকল অনুষ্ঠানে বিপুল সংখ্যক কৃষক-কৃষাণী, রাজনৈতিক ব্যক্তিবর্গ, এলাকার গণ্যমান্য এবং উপজেলা প্রশাসন ও কৃষি অফিসের সর্বস্তরের কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

পুরোনো সংবাদ

নীলফামারী 3234662071589240606

অনুসরণ করুন

সর্বশেষ সংবাদ

Logo

ফেকবুক পেজ

কৃষিকথা

আপনি যা খুঁজছেন

গুগলে খুঁজুন

আর্কাইভ থেকে খুঁজুন

ক্যাটাগরি অনুযায়ী খুঁজুন

অবলোকন চ্যানেল

item